রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১, ১৫ রমজান, ১৪৪৬

শাটল ট্রেনের ছাদে করে ক্যাম্পাসে যাওয়ার সময় শিক্ষার্থী আহত

চবি ক্যাম্পাসে নজিরবিহীন তাণ্ডবে সুজনের ক্ষোভ

মুক্তি ৭১ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ছাদে করে ক্যাম্পাসে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে নজিরবিহীন তাণ্ডবে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

শনিবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।

এসময় সুজন বলেন, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ছাদে করে ক্যাম্পাসে যাওয়ার সময় চৌধুরীহাট এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে আনুমানিক ২০ শিক্ষার্থী আহত হন। এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করে দ্রুত শুশ্রূষা কামনা করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষাথী সুজন।

তিনি আরো বলেন, শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গভীর রাত অবধি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নজিরবিহীন তাণ্ডব চালায় একটি স্বার্থান্বেষী মহল যা কোনভাবেই কাম্য নয়। সেদিন রাতে উপাচার্যের বাসভবন, বিশ্ববিদ্যালয় পরিবহন পুল এবং পুলিশ বক্সে ভাংচুরের পর অগ্নিসংযোগ করে এসব সুযোগ সন্ধানীরা। গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে সেদিনের ঘটনায় অন্তত ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংবাদ প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের ৫০টিরও অধিক বাস ও মিনিবাস ভাংচুর করা হয়েছে, অথচ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার সাথে বাস ভাংচুরের কোন সম্পর্ক নেই।

উপরন্তু এ ঘটনায় সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। এভাবে বিশ্ববিদ্যালয় তথা রাষ্ট্রের সম্পদহানি করার অধিকার কারো নেই। শিক্ষার্থীদের কোন যৌক্তিক দাবি থাকলে তা প্রশাসনের সাথে আলাপ আলোচনা করতে পারতো কিন্তু তা না করে রাষ্ট্রীয় অমূল্য সম্পদ নষ্ট করে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্টু পরিবেশ বিনষ্ট করতে চায় তারা কারা সে প্রশ্নও রাখেন সুজন।

তিনি বলেন, আমরা এও জানি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে এ শাটল ট্রেন। আসন সংকটের পাশাপাশি বিভিন্ন সময় শাটল ট্রেনে চুরি, ছিনতাই, যৌন হয়রানি, পাথর নিক্ষেপসহ নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। আর প্রতি বছর বছর শিক্ষার্থী বাড়লেও বাড়েনি শাটল ট্রেনের শিডিউল। যে কারণে ট্রেনের ছাদে চড়তে গিয়ে শিক্ষার্থী আহত এবং পরবর্তীতে ক্যাম্পাসে নজিরবিহীন ভাংচুর।

আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিতভাবে ভাংচুর চালিয়েছে একটি পক্ষ। যারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে অশান্তি, অরাজকতা এবং দখল প্রতিষ্ঠা করতে চায় তারাই এ ভাংচুরের সাথে জড়িত বলে আমরা মনে করি। না হয় কোন প্রকার উস্কানি ছাড়াই পুলিশ বক্সে ভাংচুরের পর অগ্নিসংযোগ করা হবে কেন?

সাবেক এই শিক্ষার্থী আরো বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, ছাত্র রাজনীতি করেছি, শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছি, কিন্তু শিক্ষার্থীদের অধিকার আদায়ের নামে কোন প্রকার ধ্বংসাত্নক কর্মকাণ্ড চালাইনি।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকার সারাদেশে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং শিক্ষার মানোন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করছে। কিন্তু তারপরও কারা পরিকল্পিতভাবে শিক্ষার সুষ্টু পরিবেশ বিনষ্টে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরকে খুঁজে বের করতে হবে।

এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একাডেমিক শাস্তির পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ারও আহবান জানান তিনি। পাশাপাশি দেশের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের নিরাপদ আসা যাওয়া নিশ্চিতে শাটল ট্রেনের বগি ও বাস বৃদ্ধি করা এবং প্রয়োজনে বিআরটিসি বাস সার্ভিস চালু করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানান খোরশেদ আলম সুজন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আলবিদা ২০২৪

২০০৭ সালে মুক্তি পাওয়া লাইফ ইন এ মেট্রো ছবির আলবিদা শিরোনামের গানের লাইন এটি। (উল্লেখ্য বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী জেমসের গাওয়া)। সত্যিই তো আর মাত্র

বিস্তারিত »

‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না’

সংস্কারের কারণে দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয়

বিস্তারিত »

সচিবালয়ে প্রবেশ: সাময়িক অসুবিধায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চায় সরকার

সচিবালয়ে প্রবেশ ইস্যুতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে সরকার। শনিবার (২৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভয়াবহ

বিস্তারিত »

আন্দরকিল্লায় দুটি সড়কে ব্যাটারি রিকশার দৌরাত্ম্য

ব্যাটারি রিকশার দৌরাত্ম্যে নগরীর আন্দরকিল্লা এলাকার দুইটি সড়কে যানবাহন তো দূরের কথা পথচারীর চলাচলও কঠিন হয়ে উঠে। ভয়াবহ রকমের বিশৃঙ্খল অবস্থায় থাকা ব্যাটারি রিকশাগুলো পথচারীদের

বিস্তারিত »

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৮ কোটি ২১ লাখ টাকা

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা। শনিবার দিনভর গণনা শেষে এ হিসাব পাওয়া গেছে। পাগলা মসজিদের দানবাক্স

বিস্তারিত »

মামলার প্রস্তুতি নিচ্ছেন নিহত আইনজীবী সাইফুলের বাবা

চট্টগ্রাম আদালত এলাকায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের হামলায় নিহত আইনজীবীর বাবা হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। আজকে অথবা আগামী কালের মধ্যে

বিস্তারিত »

টেকনাফে আবারও অপহরণ, এখনও নিখোঁজ ৩ শ্রমিক

কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে অপহরণ করা ছয় শ্রমিকের মধ্যে তিন জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকিরা এখনও নিখোঁজ। আজ শনিবার সকাল সাড়ে ৮ টারে দিকে

বিস্তারিত »

আবরার ফাহাদ হত্যা মামলা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলায় দণ্ডিত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর)

বিস্তারিত »

আইনজীবী হত্যায় ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন

বন্দরনগরী চট্টগ্রামে আদালত এলাকায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় ধারালো অস্ত্র হাতে সরাসরি অংশ নেয় ১৫ জনের একটি দল। তাদের মধ্যে অন্তত দুইজন নিষিদ্ধ

বিস্তারিত »