চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন( সিডিএফএ) আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র-চট্টগ্রামের মতবিনিময় সভা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদের সভাপতিত্বে শনিবার(৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আইস ফ্যাক্টরি রোডস্হ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র স্টেডিয়াম প্রতিনিধি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র(লাল)চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসেম, মো. মসিউর রহমান চৌধুরী, ক্লাবের নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খোরশেদ আলম যুদ্ধাহত প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে এনএইচটি হোল্ডিংস লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর তৈমুর মোরশেদকে চেয়ারম্যান, মমতা গ্রুপের পরিচালক তৌহিদ আহমেদকে সিনিয়র ভাইস চেয়ারম্যান, মেসার্স মাঈনুদ্দিন কর্পোরেশনের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ মনির উদ্দিনকে সম্পাদক এবং মমতাময়ী ক্লিনিকের পরিচালক ইরফান কাদরীকে ম্যানেজার করে ২১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র প্রিমিয়ার ডিভিশন ফুটবল কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- ভাইস চেয়ারম্যান আহমেদ রাসেল, সহ-সম্পাদক সুমন গুহ, পরিচালক মো. সাজ্জাদুর রহমান শুভ, মোরশেদ আহমেদ, মীর আহমেদ, শেখ মেহজাবির, জুনায়েদ রহমান তানিন, মেহেদী হাসান, ফেরদৌস আহমেদ, মোক্তার আহমেদ আরিফ, সাজ্জাদ হোসেন, সাইফুর জামান শোভন, হাসান রাব্বানী, ইমরান শেখা, আশিকুন নবী,জাফরুল হাসান মুরাদ, তারেক হায়দার তারু, উপদেষ্টা কোচ সাইদুল আলম বুলবুল, কোচ আকবর হোসেন রিদন,সহকারী কোচ শাহাজান সামী, গোলকিপার কোচ মোহাম্মদ ফরিদ উদ্দিন।