নোয়াখালীর বেগমগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আপন দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের হাসান হুজুরের মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের সর্দার বাড়ির আব্দুল দাইয়ানের ছেলে আরাফাত হোসেন শুভ (২২) ও মোহাম্মদ বাবু (১৮) এবং তাদের চাচাতো ভাই একই বাড়ির মো. কামাল হোসেনের ছেলে মো. জাহেদ হোসেন বাবলু (১৮)।
স্থানীয়রা জানায়, আজ সকাল সোয়া ১০টার দিকে তারা তিন ভাই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। একপর্যায়ে স্থানীয় ঘাটলা আব্দুর রব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে হোরম্বি বাজারের উদ্দেশে রওয়ানা দেন। এ সময় মোটরসাইকেল শিখতে আগ্রহী হয় জাহেদ হোসেন বাবলু। পরবর্তীতে বাবলু মোটরসাইকেল চালিয়ে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় পোল-হোরম্বি সড়কের ঘাটলা গ্রামের হাসান হুজুরের মাদরাসা সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের একটি খালে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) ফরিদুল আলম বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।