শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক, ১৪৩২, ২৪ রবিউস সানি, ১৪৪৭

এশিয়া কাপ

ভারত-পাকিস্তান ম্যাচে কেউ হারেনি

ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচের সমাপ্তি হয়েছে করুণ। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। এই ম্যাচে আগে ব্যাট করে দুই দফায় বৃষ্টির বাঁধায় পড়তে হয়েছিল ভারতকে। শেষ পর্যন্ত শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহদের তাণ্ডবে ২৬৬ রানে অল আউট হয় রোহিত শর্মার দল। এরপর বৃষ্টির কারণে আর একটি বলও মাঠে গড়াতে পারেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে দুই দলকে।

২৭ রানে ২ উইকেট হারানো ভারত নিজেদের চতুর্থ উইকেট হারায় ৬৬ রানে। বিপর্যয়ের মুখে ভারতকে টেনে তুলেছেন ইশান কিশান ও হার্দিক পান্ডিয়া। দারুণ ব্যাটিং করলেও এদিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে তাদের দুজনকে। সেঞ্চুরির আগে ফিরলেও ভারতকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন হার্দিক ও ইশান। ম্যাচ জিততে পাকিস্তানকে করতে হতো ২৬৭ রান।

টস জিতে ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে আফ্রিদির গুড লেংথ ডেলিভারিতে ফ্লিক করে স্কয়ার লেগ দিয়ে চার মেরে ভারতের দারুণ এক শুরুর আভাস দেন রোহিত শর্মা। তবে পরোক্ষণেই নিজেকে গুছিয়ে নিয়েছেন শাহীন আফ্রিদি। পরের সময়টায় বেশ ভালো বোলিং করেছেন বাঁহাতি এই পেসার। আরেক পেসার নাসিম শাহ এদিন শুরু থেকেই দুর্দান্ত বোলিং করেন।

রোহিত ও শুভমান গিলকে বেশ ভালোই ভুগিয়েছেন তরুণ এই পেসার। আবহওয়ার পুর্বাভাস অনুযায়ী ক্যান্ডিতে ম্যাচের সময় ‍বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল আগে থেকেই। ৪.২ ওভার যেতেই বৃষ্টি হানা দেয় পাল্লেকেলেতে। বৃষ্টি শেষে আবারও শুরু হয় খেলা। বৃষ্টি শেষ হওয়ার পর রোহিতের বিপক্ষে খানিকটা আউট সুইং ডেলিভারি করেছেন আফ্রিদি। তবে ওভারের শেষ ডেলিভারিটি আফ্রিদি করেছিলেন ইনসুইং।

আফ্রিদির গুড লেংথে পড়ে ইনসুইং হওয়া ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ভারতের অধিনায়ক। রোহিত সাজঘরে ফিরেছেন ২২ বলে ১১ রান করে। আগের ওভারের শেষ বলে রোহিতকে বোল্ড করা আফ্রিদি নিজের পরের ওভারে এসে ফিরিয়েছেন বিরাট কোহলিকে। বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বলে খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।

কভার ড্রাইভ করে চার মেরে রানের খাতা খোলা কোহলি আউট হয়েছেন ৪ রান করে। চারে নেমে দারুণ শুরু করেছিলেন শ্রেয়াস আইয়ার। তবে তাকে ইনিংস বড় করতে দেননি হারিস রউফ। ডানহাতি এই পেসারের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে মিড উইকেটে থাকা ফখর জামানের হাতে ধরা পড়েছেন ২ চারে ১৪ রান করা আইয়ার।

ডানহাতি এই ব্যাটার ফেরার পর দ্রুতই আউট হয়েছেন গিলও। এদিন শুরু থেকেই ধুঁকছিলেন তরুণ এই ওপেনার। শেষ পর্যন্ত তাকে সুবিধাই করতে দেননি হারিস রউফ। ডানহাতি এই পেসারের ফুলার লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হয়েছেন ১০ রান করা গিল। এরপর দারুণ এক জুটি গড়ে তোলেন হার্দিক ও ইশান। ৬৬ রানে ৪ উইকেট হারানো ভারতকে টেনে তুলতে থাকেন তারা দুজন।

দারুণ ব্যাটিংয়ে পাঁচে নেমে ৫৪ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন ইশান। আরেক ব্যাটার হার্দিক পঞ্চাশ ছুঁয়েছেন ৬২ বল খেলে। তাদের দুজনের ১৩৮ রানের জুটি ভাঙেন হারিস। ডানহাতি এই পেসারের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে ৮২ রানে আউট হয়েছেন ইশান। ভারতের এই উইকেটকিপার ব্যাটার ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি হার্দিকও।

শাহীন আফ্রিদির গুড লেংথের স্লোয়ার ডেলিভারিতে আঘা সালমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৮৭ রান করা এই ব্যাটার। উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে রবীন্দ্র জাদেজাকেও আউট করেছেন আফ্রিদি। আটে নামা শার্দুলকে ফেরান নাসিম শাহ। শেষ পর্যন্ত ভারত থেমেছে ২৬৬ রানে। পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি চারটি, নাসিম ও হারিস নিয়েছেন তিনটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত- ২৬৬/১০ (৪৮.৫ ওভার) (রোহিত ১১, গিল ৬*, কোহলি ৪, আইয়ার ১৪, ইশান ৮২, হার্দিক ৮৭; আফ্রিদি ৪/৩৫, নাসিম ৩/৩৬, হারিস ৩/৫৮)

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

জয়ে বিশ্বকাপের টিকিট পেল নেপাল ও ওমান

আবুধাবির গরম দুপুরে হাসলো নেপাল ও ওমানের ভাগ্য। সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের জয়ের পর নিশ্চিত হয়ে গেল এই দুই এশীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা।

বিস্তারিত »

পাকিস্তানের বিখ্যাত মোহাম্মদ ভাইদের বড়জন আর নেই

পাকিস্তান ক্রিকেটে বিখ্যাত মোহাম্মদ ভাইদের মধ্যে সবার বড় ছিলেন যিনি, সেই ওয়াজির মোহাম্মদ আর নেই। বার্মিংহ্যামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫

বিস্তারিত »

বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই

শারজায় আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। আফগানদের হোয়াইটওয়াশ করেছিল টি-টোয়েন্টি সিরিজে। কিন্তু ওয়ানডেতে দৃশ্যপট উল্টো! আবুধাবিতে তিন ম্যাচের সিরিজের প্রথম দুইটিতেই হার

বিস্তারিত »

পাঁচ দলের বিপিএল আয়োজনের পরিকল্পনা বিসিবির

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর অনুষ্ঠিত হবে মাত্র পাঁচ দল নিয়ে এবং ছোট পরিসরে। চলবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। গত শনিবার সংবাদমাধ্যমকে

বিস্তারিত »

জাতীয় লিগে ঢাকা মেট্রো নাকি ময়মনসিংহ, ঝুলে আছে সিদ্ধান্ত

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুম মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ ২৫ অক্টোবর। কিন্তু এখনও নিশ্চিত নয় আট দলের লিগে অভিষেক হবে নতুন দল ময়মনসিংহের, নাকি

বিস্তারিত »

আজকের কন্যাশিশু ভবিষ্যতের নোবেল বিজয়ী

একসময় কন্যা শিশুকে পরিবারে বোঝা মনে করা হতো। কন্যা শিশু জন্ম নিলে মানুষের মুখে ফুটে উঠতো অসন্তুষ্টি। তবে সময়ের সঙ্গে এই কন্যাশিশুরাই বড় হয়ে নিজ

বিস্তারিত »

মাছ-মাংসের বাজারে অদৃশ্য সিন্ডিকেট, মধ্যবিত্তের হাঁসফাঁস

রাজধানীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে প্রতিদিনই বাড়ছে জিনিসপত্রের দাম। কোনো এক পণ্যের দাম কিছুটা কমলেই, সঙ্গে সঙ্গেই বেড়ে যায় অন্যটির। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে মাছ-মুরগির

বিস্তারিত »

নিউজিল্যান্ডকে ২২৭ রানে থামালো বাংলাদেশ

গুয়াহাটিতে নারী বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রানের লড়াকু সংগ্রহ গড়েছে

বিস্তারিত »

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ আকিম

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চলতি মাসেই সাদা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের দুটি সিরিজ খেলবে টাইগাররা। মিরপুরে ১৮

বিস্তারিত »