বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক, ১৪৩২, ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৭

১৫ আগস্টের হত্যাকাণ্ড স্পস্টভাবে মানবাধিকার লঙ্ঘন: এমএ সালাম

মুক্তি ৭১ প্রতিবেদক

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, ‘বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধুর আজীবন স্বপ্ন ছিল বাঙালির স্বাধীনতা ও শোষিত মানুষের মুক্তি।স্বাধীনতা উত্তর মাত্র সাড়ে তিন বছরের মধ‍্যে একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করে সমৃদ্ধির সোপানে পৌঁছনোর সময়েই বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত‍্যার মাধ্যম দেশের অগ্রগতি থামিয়ে দেয় স্বাধীনতা বিরোধী জাতীয় ও আন্তর্জাতিক পরাশক্তি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে স্বপরিবারে হত্যাকাণ্ড স্পস্টভাবে মানবাধিকার লঙ্ঘন’

বুধবার (৩০ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের মুরাদপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সম্মেলন কক্ষে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমএ সালাম আরও বলেন,‘আজ বঙ্গবন্ধু কন‍্যা শেখ হাসিনা নানা প্রতিকূলতা পেরিয়ে অকল্পনীয়ভাবে দেশকে উন্নয়ন অগ্রগতির মহাসড়কে অদম্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সরকারের এই ধারা অব্যহত রাখতে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখতে হবে।’

উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। জাতীয় শোক দিবসের শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং শেখ হাসিনার মিশন-ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবলীগের নেতৃত্বে গোটা যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে জোরালো ভূমিকা রাখতে হবে।’

এসময় চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, ‘১৫ আগস্ট ও ২১ আগস্টের হত্যাকাণ্ড কেবল হত্যাকাণ্ডই নয়, এটি মানবাধিকার লঙ্ঘন। রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য পৃথিবীর কোথাও গত কয়েক দশকে এ ধরনের ন্যাক্কার জনক হত্যাকাণ্ড ঘটেনি।’

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শুধু স্বাধীনতার স্বপ্নই দেখেননি, সেই স্বপ্ন বাস্তবায়নও করেছেন। মুক্তিযুদ্ধের পর মাত্র তিন বছর সাত মাসের মধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলতে প্রতিটি ক্ষেত্রে কাজ করেছেন এবং পরিকল্পনা নিয়েছেন। শুধু বিপথগামী সেনাসদস্যরা নয়, কারা নেপথ্যে কুশীলব থেকে নৃশংসভাবে এ ঘটনা ঘটিয়েছে, তা আজ জাতির সামনে প্রমাণিত হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সহ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আল মামুন, নগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উত্তর জেলা যুবলীগের সহসভাপতি দীপক কান্তি দত্ত, শহীদুল আলম, নাছির হায়দার করিম বাবুল, আশেক এলাহী সোহেল ও মোশাররফ হোসেনসহ অন্যরা।

-মুক্তি৭১/জেএ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি : চট্টগ্রাম, নোয়াখালী সবখানে তিনি নেতা

মিষ্টি হাসিমাখা মায়াবি মুখাবয়বের অধিকারী রবিউল হোসেন ছিলেন ষাটের দশকের চট্টগ্রামের ছাত্র রাজনীতির একজন প্রিয়ভাজন নেতা। ষাটের শেষভাগে উদ্ভূত হয়ে তিনি নিজের জন্য আলাদা আসন

বিস্তারিত »

পরীক্ষা দিতে গিয়ে পিটুনি খেলেন ছাত্রলীগ নেতা

চট্টগ্রাম নগরীর হাজারী লেন এলাকায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ক্যাম্পাসে আশিফুল হক (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি

বিস্তারিত »

দম-এ মেহজাবীন

নাটকে বিরতি দিয়ে ওটিটিতে নিয়মিত হয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এই অভিনেত্রী এখন পুরোপুরি চলচ্চিত্রে মনোনিবেশ করেছেন। সেই ধারাবাহিকতায় নতুন সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন মেহজাবীন। শোনা

বিস্তারিত »

ব্যবসায়ী পরিষদের চেম্বারকে পরিবারমুক্ত করার আহবান

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে কথিত পরিবারমুক্ত করার আহ্বান জানিয়েছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। পাশাপাশি এ চেম্বারকে একটি বিশ্বমানের চেম্বার হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন

বিস্তারিত »

সাভারে শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ

ঢাকার সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। গত রোববার রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত বিরুলিয়া

বিস্তারিত »

সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা

বলিউড সুপারস্টার সালমান খান এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে মুখ ফসকে এমন কথা বললেন, যা নিয়ে তোলপাড় পাকিস্তানজুড়ে। বেলুচিস্তানকে ‘ভিন্ন দেশ’ হিসেবে

বিস্তারিত »

মাজার-দরবারে যে হামলা হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে

মাজার-দরবারে যে হামলা হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, সহিংসতা বন্ধ

বিস্তারিত »

বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে

একতরফা সিদ্ধান্ত ও দ্বিপক্ষীয় সম্পর্কে বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম

বিস্তারিত »

আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের দাবি জানালো বাংলাদেশ

জেনেভায় গৃহীত ‘জেনেভা কনসেন্সাস’ এর মধ্য দিয়ে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনের ১৬তম মন্ত্রীপর্যায়ের শীর্ষ অধিবেশন (আঙ্কটাড ১৬) সফলভাবে সমাপ্ত হয়েছে। ২০-২৩ অক্টোবর অনুষ্ঠিত

বিস্তারিত »