বলিউড অভিনেতা ইমরান হাশমি। বিরতি ভেঙে ফিরেই হইচই ফেলে দিয়েছেন তিনি। ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ তার ছোট ক্যামিও মুহূর্তেই ভাইরাল হয়। কিন্তু এই জনপ্রিয়তা যে ঘরে এত বিপদ ডেকে আনবে, তা নিজেও ভাবেননি অভিনেতা!
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান হাসতে হাসতে জানালেন, তার ছেলে আয়ান বাবার নতুন এই চরিত্রে ভীষণ অস্বস্তিতে। স্কুলে গিয়েই বন্ধুরা নাকি বলছে, ‘তুই তো এখন ইনটিমেসি কোচ!’ ইমরান বললেন, ‘ও প্রতিদিন স্কুলে গিয়ে এসব শুনছে। একদিন এসে বলে- ‘তুমি আমার স্কুলজীবন শেষ করে দিলে! দয়া করে এটা বন্ধ করো!’
সবশেষে অভিনেতা জানান, ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর ভাইরাল দৃশ্যটি আসলে তারই এক জন্মদিনের ঘটনার অনুপ্রেরণা থেকে নেওয়া। এক ভক্ত সেদিন তার ভবনের নিচে গান গাইতে শুরু করেছিলেন, থামছিলেন না কিছুতেই! আর ইমরান তখন লজ্জায় মুখ ঢেকেছিলেন।
এদিকে ইমরান এখন প্রস্তুত তার নতুন সিনেমা ‘হক’র মুক্তির জন্য। ইয়ামি গৌতমের সঙ্গে তার এই সিনেমাটি তৈরি হয়েছে ঐতিহাসিক শাহ বানো মামলার প্রেক্ষাপটে। যেখানে মুসলিম নারীর অধিকার উঠে এসেছে কেন্দ্রীয় বিষয় হিসেবে।







