গত ২৭ মে চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকের পক্ষে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সংবর্ধনা পরিষদের প্রস্তুতি সভা পরিষদের উপদেষ্টা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২ সেপ্টেম্বর ঐতিহাসিক লালদিঘি ময়দানে জনাব মোশাররফ হোসেনকে নাগরিক সংবর্ধনা জ্ঞাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় সংবর্ধনা অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহবায়ক নাসিরুদ্দিন চৌধুরী, সদস্য সচিব দেবদুলাল ভৌমিক, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, ইঞ্জিনিয়ার ইউসুফ, ইঞ্জিনিয়ার খোরশেদ উদ্দিন আহমদ, অধ্যক্ষ আবদুল মালেক, ইমরান মিয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কিরণলাল আচার্য্য, পংকজ দস্তিদার, মান্নান, কলাকেন্দ্রের সাধারণ সম্পাদক রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুজিত ভট্টাচার্য দোলন, সংগঠক সুজিত দাশ অপু, বিপ্লব জলদাস, অ্যাডভোকেট সরজু ভট্টাচার্য্য, শিল্পী শীলা চৌধুরী, সত্যজিৎ দাশ ও বেবী দাশ নুপুর, সাংবাদিক খোরশেদ আলম, স্বপন মল্লিক, আল রাহমন, মাখন লাল সরকার ও খোরশেদুল আলম শামীম, ফজল আমিন, টিটু কুমার শীল প্রমুখ।