
বলিউডের ভাইজান সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার গান ‘নাইয়ো লগদা’ প্রকাশিত হল রিয়েলিটি শো ‘বিগ বস’ এর গ্র্যান্ড ফিনালের আসরে। কয়েকদিন আগে এ গানের টিজার এসেছিল সোশ্যাল মিডিয়ায়।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, সিনেমার নির্মাতা ফরহাদ সামঝির পরিকল্পনা ছিল ‘ভ্যালেন্টাইনস ডে’র আগেই গানটি প্রকাশ করার। তাই রোববার মুম্বাইয়ে জনপ্রিয় ওই রিয়েলিটি শোয়ের ষোড়শ সিজনের চূড়ান্ত পর্বে গানটি সবার সামনে আনা হয়। এখন গানটি ইউটিউবেও দেখা যাচ্ছে।
সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার কম্পোজিশনে ‘নাইয়ো লগদা’ গানটি তৈরি হয়েছে। গানের দৃশ্যায়ন হয়েছে লাদাখ ও এর আশপাশের উপত্যকায়।হিমেশ রেশমিয়া ও সাব্বির আহমেদের লেখা গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী কামাল খান ও পলক মুছল।
জনপ্রিয় তামিল অ্যাকশন-কমেডি ছবি ‘বীরাম’-এর হিন্দি রিমেক হল ‘কিসি কা ভাই কিসি কি জান’। কথা ছিল গত বছরের শেষ নাগাদ হলে আসবে এ সিনেমা। পরে প্রযোজনা সংস্থা জানায়, চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’।

‘নাইয়ো লগদা’ গানটি ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার অ্যালবামের জন্য গাইবেন সালমান খান
অবশ্য সালমানের কণ্ঠে গান এই প্রথম নয়। এর আগে বেশ কয়েকটি ছবিতে তাকে গায়কের ভূমিকায় দেখা গেছে। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কিক’ সিনেমায় ‘হ্যাংওভার’ গানটি গেয়েছিলেন সালমান। তারপরের বছর নিজের প্রযোজিত ‘হিরো’ ছবিতে টাইটেল ট্র্যাকের একটি ভার্সনে শোনা যায় সালমানের কণ্ঠ। সিনেমায় আরমান মালিকের গাওয়া গানটির পাশাপাশি জনপ্রিয় হয়েছিল সালমানের গাওয়া গানের ভার্সনও।
‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমানের সঙ্গে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়েকে। শোনা যাচ্ছে, ৩২ বছর বয়সী এ অভিনেত্রীর প্রেমে মজেছেন সালমান। তবে এ নিয়ে আপাতত কেউ মুখ খুলছেন না।
কেবল অভিনেতা নন, ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমায় প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন সালমান। তবে সিনেমায় দক্ষিণী অভিনয়শিল্পীদের প্রাধান্য দেখা গেছে। সালমানের এই সিনেমার টিজারের সিনেমাটোগ্রাফিও প্রশংসা পাচ্ছে।-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম