পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জেলার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণের উদ্দেশ্যে ঈদের শাড়ি ও লুঙ্গি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত (১০/০৪/২০২৩) জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে। জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম ঈদ সামগ্রী তাদের হাতে তুলে দেন।
বিতরণকালে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, জনকল্যাণই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্রত। আমরা তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনকল্যাণে যা যা করা দরকার তাই করব। ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করছি। একটি পরিবার যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সে উদ্দেশ্যেই আমাদের এই সল্প প্রয়াস।
তিনি আরও বলেন, যে কোন আপদকালীন পরিস্থিতিতে মানুষ মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও নৈতিক দায়বদ্ধতা। যেকোন দুর্বিপাকে যে পাশে এসে দাঁড়ায়, সেই প্রকৃত বন্ধু। বিশ্বের বহু উন্নত দেশ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্ব সুদূরপ্রসারী চিন্তাধারা এবং সময়োপযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশ বিপর্যয় মোকাবেলা করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের একজন লোকও অনাহারে নেই উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুর কর্মীরা সার্বক্ষণিকভাবে অসহায়দের পাশে রয়েছে বলে এ সফলতা সক্ষম হয়েছে। সবাইকে দুঃস্থ ও অসহায়দের সহায়তায় এগিয়ে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, বোরহান উদ্দিন মো: এমরান, দিলোয়ারা ইউসুফ, আ ম ম দিলশাদ, দেবব্রত দাশ, ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, আবু আহমদ চৌধুরী, প্রদীপ রঞ্জন চক্রবর্তী, এইচ, এম আলী আবরাহা, ফারহানা আফরিন জিনিয়া, মোস্তফা রাহিলা চৌধুরী, রওশন আরা বেগম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস এম রিয়াজ উদ্দিন চৌধুরী সুমন, নাজিরহাট পৌরসভার মেয়র এ কে জাহেদ চৌধুরী, রাইসুল ইসলাম চৌধুরী এমিল, শহিদুল ইসলাম পিন্টুসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।