চট্টগ্রাম-৮ আসন উপনির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আল্লামা স.উ.ম আবদুস সামাদ আজ (১০ এপ্রিল’২০২৩) সোমবার ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডের জাঙ্গালপাড়া, হাজিপাড়া, আতুরার ডিপো, অক্সিজেন এলাকায় মোমবাতি প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। গণসংযোগকালে পথসভায় অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন নয়, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’- এ অভিযোগ থেকে নির্বাচন কমিশন ও সরকারকে এ উপনির্বাচনে বের হয়ে আসার সুযোগ রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই, এ উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযাগ্য হবে। দেশের শান্তিকামী জনগণেরও এটাই দাবি। এ জন্য আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠেয় চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ-বায়েজিদ আংশিক) সংসদীয় আসন উপ-নির্বাচনে সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চাই। এ নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের জন্যও এসিড টেস্ট বটে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এ উপ-নির্বাচন সম্ভবত সর্বশেষ নির্বাচন। আমরা শেষ ভালো দেখতে চাই। গোপন বুথে কোন ভুত দেখতে চাই না, জনগণের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ চাই। ভোট ডাকাতদের ধরতে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে মতো প্রতিটি ভোটকেন্দ্র সি.সি ক্যামেরার আওতায় আনতে হবে। তিনি বলেন, চট্টগ্রাম নগর অন্যতম একটি ওয়ার্ড ৩ নং পাঁচলাইশ। অথচ, এখনও এলাকার মানুষ আকাশে মেঘ দেখলেই আতঙ্কিত হয়। কখন, হালকা বৃষ্টি হলেই সাঁতার কাটতে হবে এ ভয়ে। ক্ষমতাসীনরা এ এলাকার মানুষের দূর্দশা লাগবে এখনও টেকসই কোন পদক্ষেপ নিতে পারে নি। আমি মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচিত হলে জলাবদ্ধতাসহ এলাকার প্রধান প্রধান সমস্যা চিহ্নিত করে তড়িৎ পদক্ষেপ নেব। গণসংযোগকালে উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম সোলায়মান ফরিদ, প্রচার সচিব মাস্টার আবুল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সচিব এনামুল হক সিদ্দিকী, মহানগর উত্তর সভাপতি আবদুন নবী, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ, এম মহিউল আলম চৌধুরী, আহলে সুন্নাত নেতা মাওলানা আরিফুর রহমান, মাওলানা এনাম রেযা, ৩নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, গাউসিয়া কমিটি সভাপতি জসিম উদ্দীন, আমানুল্লাহ আদনান, আবদুল করিম, ছাত্রসেনা নগর সভাপতি বেলাল রেযা, সেক্রেটারি তোফাজ্জল হোসেন আকিল, শফিউল আলম, মিনহাজ, কাজী আরাফাত প্রমুখ। উল্লেখ্য- তিনি (ইসলামী ফ্রন্ট প্রার্থী) আগামীকাল (১১ এপ্রিল) বোয়ালখালীর ফকিরাখালী, মসজিদঘাট, কালুরঘাট এলাকায় গণসংযোগ করবেন।