হাটহাজারীতে চলতি অর্থবছরে খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে (আউশ) বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হাটহাজারীর আয়োজনে কৃষি কনফারেন্স রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস. এম রাশেদুল আলম। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষি অফিসার আল মামুন শিকদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, প্রেস ক্লাবের (আংশিক) সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাংবাদিক ঐক্য পরিষদের সেক্রেটারী মো. বোরহান উদ্দিন।
উল্লেখ্য, উপজেলা ও পৌর সদরের ৮ শত কৃষকের মাঝে পর্যায়ক্রমে ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে।###