নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুঁলুপ এঁটে থাকলেও দক্ষিণী ও বলিপাড়ায় ‘ওপেন সিক্রেট’ বিজয় দেবেরাকোন্ডা ও রেশমিকা মান্দনার প্রেম। তাদের সম্পর্ক নিয়ে বেশ কৌতুহলও রয়েছে ভক্তদের মাঝে। তবে সাম্প্রতিক খবরে মন ভেঙেছে অনুরাগীদের।
ভারতীয় একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে, সম্পর্কে চিড় ধরেছে বিজয় দেবেরাকোন্ডা ও রেশমিকা মান্দনার। বিজয়ের হাত ছেড়ে অন্য একজনকে মন দিয়েছেন এই অভিনেত্রী। গণমাধ্যমগুলো দাবি করেছে, তেলুগু অভিনেতা বেল্লমকোন্ডা সাই শ্রীনিবাসের প্রেমে মজেছেন রেশমিকা।
সম্প্রতি নাকি একাধিকবার একসঙ্গে দেখা গেছে তাদের। দিন কয়েক আগেই মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখে পাওয়া গিয়েছিল তাদের। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচাতেও একসঙ্গে উপস্থিত হয়েছিলেন রেশমিকা ও বেল্লমকোন্ডা। লাল গালিচায় তাদের রসায়নও ছিল চোখে পড়ার মতো।
অন্যদিকে গত জানুয়ারি মাসের শেষের দিকে দুবাইয়ে একসঙ্গে দেখা গিয়েছিল বিজয় দেবেরাকোন্ডা ও রেশমিকাকে। সে সময় জল্পনা শুরু হয়েছিল, বিজয়ের পরিবারের সবার উপস্থিতিতেই নাকি বিজয় ও রেশমিকার বিয়ের পাকা কথা সারা হবে। বিজয় ও রেশমিকার হাসিমুখের ছবি প্রকাশ্যে আসার পর খুশি হয়েছিলেন চর্চিত যুগলের অনুরাগীরাও।
তার মাস দুয়েকের মধ্যে দুই তারকার বিচ্ছেদের কানাঘুষা। অনেকেই মনে করছেন, বিজয়ের উদাসীনতার জন্যই তার হাত ছাড়লেন রেশমিকা! যদিও এখন অবধি নিজেদের প্রেম-বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি রেশমিকা ও বিজয়ের কেউ-ই।