ভোরে বাড়ির পেছনে কুয়ার পাড়ের একটি গাছে গাভিটি বাছুরসহ বাঁধা অবস্থায় দেখা যায়।
টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় চুরি যাওয়া একটি গর্ভবতী গাভি পাঁচমাস পর বাছুরসহ ফেরত পাওয়া গেছে। এ খবরে গ্রামের লোকজন গাভিটির মালিকের বাড়িতে ভিড় জমান।
রোববার জেলার মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মহন গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের প্রয়াত মুসলিম উদ্দিনের ছেলে শাহজাহান আলী গাভিটির মালিক। তিনি নরসিংদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকরি করেন।
শাহজাহানের ছেলে দশম শ্রেণির ছাত্র সাব্বির জানায়, প্রায় ৫ মাস আগে এক শুক্রবার বাড়ির সামনে তাদের গর্ভবতী গাভিটি বাঁধা ছিল। দুপুরে সেখান থেকে গাভিটি চুরি হয়। অনেক খোঁজাখুঁজির পরও এর আর সন্ধান মেলেনি।
রোববার ভোরে বাড়ির পেছনে কুয়ার পাড়ের একটি গাছে গাভিটি বাছুরসহ বাঁধা অবস্থায় তারা দেখা পায়।
সাব্বির আরও জানায়, দীর্ঘদিন পর বাছুরসহ গাভিটি ফেরত পেয়ে তারা খুবই খুশি। যদিও যত্ন ও খাবারের অভাবে গাভিটি অনেকটা শুকিয়ে গেছে।
শাহজাহান আলী জানান, রোববার সকালে তার ছেলে মোবাইল ফোনে গরুটি ফেরত পাওয়ার খবর তাকে জানায়। এ খবরে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন।
তিনি আরও বলেন, “গরুটি লালন-পালন করতে করতে মায়া পড়েছিল। হারানোর পর অনেক কষ্ট পেয়েছিলাম। যারা গরুটি চুরি করেছিল, তাদের সুমতি হয়েছে দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। দোয়া করি, আল্লাহ যেনো তাদের হেদায়েত দান করেন।”