বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৫ জঙ্গি সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় গোলাগুলির ঘটনায় র্যাবের ৮ সদস্য আহত হন।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নতুন বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার জঙ্গি সদস্যরা একটি ক্যাম্পে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে জঙ্গি ও কেএনএফ সদস্যরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, এ সময় জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৫ জঙ্গিকে আটক করতে সক্ষম হয় র্যাব। এ সময় জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হন র্যাবের ৮ সদস্য। পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ৪ মাসে পাহাড়ে চলমান র্যাবের অভিযানে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৪৩ জঙ্গি ও কেএনএফ-এর ১৪ সদস্যকে আটক করেছে র্যাব।