কাতার বিশ্বকাপ জয়ের পর শোনা যাচ্ছিল আরও কিছুদিন মাঠে থাকবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে, বিশ্বকাপের মাস খানেক পেরোনোর আগে অবসরের ইঙ্গিত দিলেন বিশ্বকাপজয়ী মহাতারকা। জাতীয় দলের জার্সি গায়ে অর্জনের ঝুলি পূর্ণ হয়েছে, আর কিছুই বাকি নেই বলে মনে করেন লিও। সম্ভাব্য সবকিছু জেতায় ক্যারিয়ারের শেষটা অনবদ্য হতে যাচ্ছে বলে জানান মেসি।
৩৬ বছরের অপেক্ষা। টানা তিন যুগ শিরোপাহীন আর্জেন্টিনা। কাতারে বিশ্বকাপ ট্রফি জিতে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে লিওনেল মেসির হাত ধরে। বিশ্বকাপ শুরুর আগে থেকেই শোনা যাচ্ছিল, কাতার বিশ্বকাপই হতে যাচ্ছে মেসির শেষ বিশ্বকাপ। তবে, মেসির অবসরে যাওয়া নিয়ে যে জল্পনা ছিল বিশ্বকাপ জয়ের পর থেমে যায় তা।
বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার জার্সিতে আরও কয়েকটা ম্যাচ খেলার কথা জানিয়েছিলেন এলএমটেন। ট্রফি জয়ের ঘোর এখনো না কাটলেও, মাস পেরোনোর আগেই অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টাইন এই মহাতারকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি জানান, ক্যারিয়ারের সম্ভাব্য সবকিছুই জিতেছেন তিনি। আর কিছুই বাকি নেই। শেষ হতে চলেছে তার ফুটবল যাত্রা। এলএমটেনের এমন মন্তব্যের পর আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে তার অবসরের গুঞ্জন।
সাক্ষাতকারে মেসি বলেন, ‘আমার ক্যারিয়ারের ফুটবলীয় বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে। জাতীয় দলের হয়ে সবকিছুই অর্জন করেছি, এক সময় এমন অর্জনের স্বপ্ন দেখতাম আমি। ফুটবলের সঙ্গে যখন যাত্রা শুরু করেছিলাম, কখনো কল্পনাও করিনি এমন কিছু ঘটতে চলেছে। আমার কোনো অভিযোগ নেই। এর চেয়ে বেশি কিছু আমি চাইতেও পারি না। ২০২১ সালে আমরা কোপা আমেরিকা জিতেছিলাম। তারপরে বিশ্বকাপ। আমার আর কিছু বাকি নেই পাওয়ার। অনবদ্যভাবে শেষ হতে চলেছে আমার ক্যারিয়ার।’
বিশ্বকাপ শেষে শোনা যাচ্ছিল মেসির কোপা আমেরিকায় খেলার কথা। তবে, ২০২৬ বিশ্বকাপে যে মেসি আর খেলবেন না তা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলেন। ফাইনালের পরে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অবশ্য বলে দিয়েছিলেন, আর্জেন্টিনা জাতীয় দলের দরজা মেসির জন্য সব সময়ই খোলা থাকবে।