বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ২২ অগ্রহায়ণ, ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৫

ঝুঁকি কমাতে ছোট ঋণ বাড়াচ্ছে সোনালী ব্যাংক

গেল বছর সোনালী ব্যাংকের দেওয়া ঋণের পরিমাণ ছিল আমানতের ৬০ শতাংশ, যা আগের বছরের চেয়ে ৯ শতাংশ পয়েন্ট বেশি।

খেলপি ঋণ কমিয়ে এনে ঝুঁকি সামাল দেওয়ার কৌশল হিসেবে ২০২২ সালে ছোট ঋণকে গুরুত্ব দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক।

রোববার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ খবর জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম।

২০২২ সালে ব্যাংকের অর্জন জানাতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আফজাল করিম বলেন, “বিশ্বের অর্থনৈতিক মন্দার ভেতরেও সোনালী ব্যাংক বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জন করেছে। দেশের ব্যাংকিং খাত এগিয়ে যাচ্ছে। আশা করি অচিরেই শ্রেণিকৃত ঋণ আরো কমে আসবে।”

গেল বছর শেষে ২ হাজার ৫০৩ কোটি টাকা পরিচালন আয় করেছে সোনালী ব্যাংক লিমিটেড। ২০২১ সাল শেষে ব্যাংকটির পরিচালন আয় ছিল ২ হাজার ১০০ কোটি টাকা।

পরিচালন আয় ব্যাংকের মুনাফা নয়। এ থেকে সরকারের কর, প্রভিশন সংরক্ষণসহ বিভিন্ন হিসাব বাদ দিয়ে প্রকৃত মুনাফা হিসাব করা হয়।

এক প্রশ্নের উত্তরে আফজাল করিম বলেন, গেল বছর ব্যাংকের দেওয়া ঋণের পরিমাণ ছিল আমানতের ৬০ শতাংশ, যা আগের বছরের চেয়ে ৯ শতাংশ পয়েন্ট বেশি।

বর্তমানে ব্যাংকের দেওয়া মোট ঋণের পরিমাণ ৮৪ হাজার ৬০০ কোটি টাকা। আর আমানত রয়েছে ১ লাখ ৪১ হাজার হাজার কোটি টাকা, যা গত বছরের চেয়ে ৬ হাজার কোটি টাকা বেশি।

বর্তমানে দেশে সবচেয়ে বেশি আমানত সোনালী ব্যাংকের হাতে রয়েছে দাবি করে আফজাল করিম বলেন, “অচিরেই সোনালী ব্যাংকের মূলধন ঘাটতি কমে আসবে। এজন্য আমরা ভালো ঋণ বাড়াচ্ছি।“

তিনি বলে, “সুদ মার্জিন ইতিবাচক  হয়েছে। সুদ আয় বাড়ছে। ২০২২ সালে নিট সুদ আয় হয়েছে  মোট ৩ হাজার ৭৬৯ কোটি টাকা। এটা গত বছরের চেয়ে ১ হাজার ১২২ কোটি টাকা বেশি।”

ব্যবস্থাপনা পরিচালক বলেন, “বিগত বছরে সোনালী ব্যাংক গুরুত্ব দিয়েছে সিএমএসএমই ঋণে। বড় অংকের ঋণ তেমন দেওয়া হয়নি। মূলত ১৫ হাজার কোটি ঋণ বেড়েছে সিএমএসএমই ও এনজিও লিংকেজের মাধ্যমে দেওয়া ঋণে।”

খাদ্য, সার ও পেট্রোলিয়াম আমদানিতে ২০২২ সালে সোনালী ব্যাংকের মাধ্যমে ৪১ হাজার কোটি টাকার এলসি খোলা হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, মূলত সরকারি এলসিগুলো নামমাত্র কমিশনে খোলা হয়েছে। এসব এলসি থেকে আয় খুব কম, ১০০ টাকায় ৪০ বা ৮০ পয়সার মত। রূপপুর পারমাণবিক প্রকল্পে সোনালী ব্যাংকের কোনো এলসি বকেয়া নেই।

দেশে বর্তমানে সোনালী ব্যাংকের ১ হাজার ২২৯টি শাখা রয়েছে। এছাড়া দেশের বাইরে ভারতের কলকাতা ও শিলিগুড়িতে দুটি শাখা রয়েছে।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পিরচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, কাজী মো. ওয়াহিদুল ইসলাম, পারসুমা আলম, প্রধান কার্যালয়ের ব্যবস্থাপকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

একদিন সময় আসবে যখন ভোক্তারই প্রতিবাদ করবে

বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি বলেছেন, জনগণ সিন্ডিকেট করলে অন্য কোনো সিন্ডিকেট আর পাত্তা পাবে না। তিনি বলেছেন, একদিন সময় আসবে, যখন ভোক্তারই প্রতিবাদ করবে।

বিস্তারিত »

‘একই শ্রেণির করদাতার উপর নির্ভর না করে ট্যাক্স নেট বৃদ্ধি করতে হবে’

দি চিটাগাং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন একই শ্রেণির করদাতার উপর নির্ভর না করে ট্যাক্স নেট বৃদ্ধি করতে হবে। মঙ্গলবার (৭ নভেম্বর) নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড

বিস্তারিত »

করেরহাট চেয়ারম্যানের সৌজন্যে খেলোয়াড়রা পেল ক্রীড়াসামগ্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে করেরহাট ইউনিয়নের সকল সামাজিক সংগঠন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়দের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে৷ রোববার (৫ নভেম্বর) বিকালে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী

বিস্তারিত »

প্রাইজবন্ডের ১১৩তম ‘ড্র’, প্রথম পুরস্কার বিজয়ী ০৮৫৮৭১৯

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৩তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের নম্বর হলো—০৮৫৮৭১৯। এছাড়া ৩ লাখ ২৫ হাজার টাকা বিজয়ী

বিস্তারিত »

‘আগুন লাগা কারখানাটি’ অনন্ত জলিলের নয়

গাজীপুরের কোনাবাড়ীতে সোমবার (৩০ অক্টোবর) বিকেলে একটি পোশাক কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকদের আগুন দেয়া কারখানাটি ব্যবসায়ী এবং জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিলের নয়। এদিন রাত ৯টায় সংবাদমাধ্যমে

বিস্তারিত »

ডিম আলু ও পেঁয়াজের দাম বেঁধে দিল সরকার

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ, আলু এবং ডিম এই তিনটি কৃষিপণ্যের দাম নির্ধারণ করছি। কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে

বিস্তারিত »

হালদায় ফের নমুনা ডিম ছেড়েছে মা মাছ

হালদা নদীতে ফের নমুনা ডিম ছেড়েছে মা মাছ। রোববার (১৮ জুন) সকালে পাহাড়ি ঢলের পর হালদা নদীর কয়েকটি স্পটে সামান্য পরিমাণ নমুনা ডিম পেয়েছেন জেলেরা।

বিস্তারিত »

সঞ্চয়পত্রের চেয়ে ১৫ শতাংশ বেশি মুনাফা যেখানে বিনিয়োগে

সঞ্চয়পত্রের মুনাফা থেকে ১০ শতাংশ কর কর্তন করে সরকার। অন্যদিকে কেউ যদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেন, তাহলে মুনাফা থেকে কর কর্তন করা হয় ৫ শতাংশ।

বিস্তারিত »

ঢাকায় সোনায় মোড়ানো যে জিলাপির কেজি ২০ হাজার টাকা

ছবি: হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর সৌজন্যে প্রতি কেজি জিলাপির দাম ২০ হাজার টাকা! না, ভুল শোনেননি। বিশেষ এই জিলাপি ২৪ ক্যারেটের সোনা দিয়ে মোড়ানো। সে জন্যই

বিস্তারিত »