খেলপি ঋণ কমিয়ে এনে ঝুঁকি সামাল দেওয়ার কৌশল হিসেবে ২০২২ সালে ছোট ঋণকে গুরুত্ব দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক।
রোববার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ খবর জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম।
২০২২ সালে ব্যাংকের অর্জন জানাতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আফজাল করিম বলেন, “বিশ্বের অর্থনৈতিক মন্দার ভেতরেও সোনালী ব্যাংক বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জন করেছে। দেশের ব্যাংকিং খাত এগিয়ে যাচ্ছে। আশা করি অচিরেই শ্রেণিকৃত ঋণ আরো কমে আসবে।”
গেল বছর শেষে ২ হাজার ৫০৩ কোটি টাকা পরিচালন আয় করেছে সোনালী ব্যাংক লিমিটেড। ২০২১ সাল শেষে ব্যাংকটির পরিচালন আয় ছিল ২ হাজার ১০০ কোটি টাকা।
পরিচালন আয় ব্যাংকের মুনাফা নয়। এ থেকে সরকারের কর, প্রভিশন সংরক্ষণসহ বিভিন্ন হিসাব বাদ দিয়ে প্রকৃত মুনাফা হিসাব করা হয়।
এক প্রশ্নের উত্তরে আফজাল করিম বলেন, গেল বছর ব্যাংকের দেওয়া ঋণের পরিমাণ ছিল আমানতের ৬০ শতাংশ, যা আগের বছরের চেয়ে ৯ শতাংশ পয়েন্ট বেশি।
বর্তমানে ব্যাংকের দেওয়া মোট ঋণের পরিমাণ ৮৪ হাজার ৬০০ কোটি টাকা। আর আমানত রয়েছে ১ লাখ ৪১ হাজার হাজার কোটি টাকা, যা গত বছরের চেয়ে ৬ হাজার কোটি টাকা বেশি।
বর্তমানে দেশে সবচেয়ে বেশি আমানত সোনালী ব্যাংকের হাতে রয়েছে দাবি করে আফজাল করিম বলেন, “অচিরেই সোনালী ব্যাংকের মূলধন ঘাটতি কমে আসবে। এজন্য আমরা ভালো ঋণ বাড়াচ্ছি।“
তিনি বলে, “সুদ মার্জিন ইতিবাচক হয়েছে। সুদ আয় বাড়ছে। ২০২২ সালে নিট সুদ আয় হয়েছে মোট ৩ হাজার ৭৬৯ কোটি টাকা। এটা গত বছরের চেয়ে ১ হাজার ১২২ কোটি টাকা বেশি।”
ব্যবস্থাপনা পরিচালক বলেন, “বিগত বছরে সোনালী ব্যাংক গুরুত্ব দিয়েছে সিএমএসএমই ঋণে। বড় অংকের ঋণ তেমন দেওয়া হয়নি। মূলত ১৫ হাজার কোটি ঋণ বেড়েছে সিএমএসএমই ও এনজিও লিংকেজের মাধ্যমে দেওয়া ঋণে।”
খাদ্য, সার ও পেট্রোলিয়াম আমদানিতে ২০২২ সালে সোনালী ব্যাংকের মাধ্যমে ৪১ হাজার কোটি টাকার এলসি খোলা হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, মূলত সরকারি এলসিগুলো নামমাত্র কমিশনে খোলা হয়েছে। এসব এলসি থেকে আয় খুব কম, ১০০ টাকায় ৪০ বা ৮০ পয়সার মত। রূপপুর পারমাণবিক প্রকল্পে সোনালী ব্যাংকের কোনো এলসি বকেয়া নেই।
দেশে বর্তমানে সোনালী ব্যাংকের ১ হাজার ২২৯টি শাখা রয়েছে। এছাড়া দেশের বাইরে ভারতের কলকাতা ও শিলিগুড়িতে দুটি শাখা রয়েছে।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পিরচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, কাজী মো. ওয়াহিদুল ইসলাম, পারসুমা আলম, প্রধান কার্যালয়ের ব্যবস্থাপকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।