বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ২২ অগ্রহায়ণ, ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৫

অর্ধযুগপূর্তি উদযাপন করলো ইডিইউর অর্থনীতি বিভাগ

ইডিইউ অর্থনীতি বিভাগের অর্ধযুগপূর্তি উৎসবে প্যানেল ডিসকাশনে বক্তব্য রাখছেন উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান।

দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে অর্ধযুগপূর্তি উদযাপন করলো ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ। ইকোনব্রিয়াম ১.০ শিরোনামে এ আয়োজনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বর্ণিল সজ্জায় সাজিয়েছে শিক্ষার্থীরা। আজ ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের রঙিন পদচারণায় উৎসবমুখর ছিলো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ অন্যান্য বিশ্ববিদ্যালগুলোর তুলনায় নানা দিক থেকেই ব্যতিক্রম। চট্টগ্রামের প্রথমবারের মতো অর্থনীতিতে ব্যাচেলর অব সায়েন্স বা বিএসসি ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে এ বিশ্ববিদ্যালয়। অন্যান্য ডিগ্রিগুলোর তুলনায় আরো আধুনিক ও প্রায়োগিক করে তোলার মাধ্যমে সাজানো হয়েছে ইডিইউর বিএসসি ইন ইকোনমিক্স প্রোগ্রামকে। ২০১৬ সালে বিএ ইন ইকোনমিক্স প্রোগ্রাম দিয়ে যাত্রা শুরু করে ইডিইউর অর্থনীতি বিভাগ। পরে শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনায় রেখে এবং বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম অনুসরণে শুরু হয় বিএসসি ইন ইকোনমিক্স। এভাবে গত ৬ বছর ধরে সাফল্যের সাথে এ প্রোগ্রাম চট্টগ্রামের শিক্ষার্থীদের চাহিদা পূরণ করে আসছে।
বিভাগের অর্ধযুগপূর্তি উৎসবের দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিলো সকালে উদ্বোধনী অনুষ্ঠান, বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্যানেল ডিসকাশন, কুইজোনোমিক্স শিরোনামে অর্থনীতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, নেক্সাস শিরোনামে শিক্ষার্থীদের পোস্টার প্রেজেন্টেশন, ফুড ইকনোমি শীর্ষক শিক্ষার্থীদের স্টল ও ইকোনশো শিরোনামে দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠান ও প্যানেল ডিসকাশনে প্রধান অতিথি ছিলেন ইডিইউর উপাচার্য, দেশবরেণ্য অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। তিনি বলেন, বর্তমান যুগে অর্থনীতি অনেক বেশি বিশ্লেষণাত্মক ও জটিল। ফলে, শিক্ষার্থীদের যুগোপযোগী করে তুলতে গাণিতিক, ব্যবসায় শিক্ষার পাঠ জরুরি। আজকের বিশ্বের দিকে তাকালেই দেখা এর গুরুত্ব উপলব্ধি করা যাবে। ইডিইউর অর্থনীতি বিভাগ তাত্ত্বিক পড়ালেখার পাশাপাশি বিশ্লেষণাত্মক ও গাণিতিক বিষয়েও সমান গুরুত্ব দিচ্ছে।
অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইদের অর্ধযুগপূর্তিতে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেছেন, গত ছয় বছর ধরে ইডিইউর অগ্রযাত্রার অন্যতম অংশীদার আমাদের অর্থনীতি বিভাগ। অর্থনীতির মতো বিষয়কে তথাকথিত তাত্ত্বিক পাঠক্রম থেকে মুক্তি দিয়ে প্রায়োগিক ও ইন্ডাস্ট্রির চাহিদা অনুসারে ক্যারিয়ারমুখী করে তুলেছে ইডিইউ। ফলে এ বিষয়টিও বিবিএ-ইঞ্জিনিয়ারিংয়ের মতো আকাক্সিক্ষত হয়ে উঠেছে শিক্ষার্থীদের কাছে।
অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক অনন্যা নন্দীর সভাপতিত্বে প্যানেল ডিসকাশনে অতিথি বক্তা ছিলেন ইডিইউর স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. মুহাম্মদ রকিবুল কবির ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নঈম উদ্দিন।
সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কুইজে বিজয়ীরা হলেন ফাহরিন নূর তানহা, তাহফাতুল জান্নাত ও সৈয়দ সাদাত কায়সার। পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন হয়েছে লরেন্স গোমেজ, তাহরিম ইবনাত ও জয়রাজ তালুকদারের দল; রানার আপ হয়েছে অদিতি দাশ, আফরোজা খানম ও সৈয়দা মেহজাবিনের দল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

একদিন সময় আসবে যখন ভোক্তারই প্রতিবাদ করবে

বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি বলেছেন, জনগণ সিন্ডিকেট করলে অন্য কোনো সিন্ডিকেট আর পাত্তা পাবে না। তিনি বলেছেন, একদিন সময় আসবে, যখন ভোক্তারই প্রতিবাদ করবে।

বিস্তারিত »

‘একই শ্রেণির করদাতার উপর নির্ভর না করে ট্যাক্স নেট বৃদ্ধি করতে হবে’

দি চিটাগাং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন একই শ্রেণির করদাতার উপর নির্ভর না করে ট্যাক্স নেট বৃদ্ধি করতে হবে। মঙ্গলবার (৭ নভেম্বর) নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড

বিস্তারিত »

করেরহাট চেয়ারম্যানের সৌজন্যে খেলোয়াড়রা পেল ক্রীড়াসামগ্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে করেরহাট ইউনিয়নের সকল সামাজিক সংগঠন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়দের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে৷ রোববার (৫ নভেম্বর) বিকালে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী

বিস্তারিত »

প্রাইজবন্ডের ১১৩তম ‘ড্র’, প্রথম পুরস্কার বিজয়ী ০৮৫৮৭১৯

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৩তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের নম্বর হলো—০৮৫৮৭১৯। এছাড়া ৩ লাখ ২৫ হাজার টাকা বিজয়ী

বিস্তারিত »

‘আগুন লাগা কারখানাটি’ অনন্ত জলিলের নয়

গাজীপুরের কোনাবাড়ীতে সোমবার (৩০ অক্টোবর) বিকেলে একটি পোশাক কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকদের আগুন দেয়া কারখানাটি ব্যবসায়ী এবং জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিলের নয়। এদিন রাত ৯টায় সংবাদমাধ্যমে

বিস্তারিত »

ডিম আলু ও পেঁয়াজের দাম বেঁধে দিল সরকার

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ, আলু এবং ডিম এই তিনটি কৃষিপণ্যের দাম নির্ধারণ করছি। কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে

বিস্তারিত »

হালদায় ফের নমুনা ডিম ছেড়েছে মা মাছ

হালদা নদীতে ফের নমুনা ডিম ছেড়েছে মা মাছ। রোববার (১৮ জুন) সকালে পাহাড়ি ঢলের পর হালদা নদীর কয়েকটি স্পটে সামান্য পরিমাণ নমুনা ডিম পেয়েছেন জেলেরা।

বিস্তারিত »

সঞ্চয়পত্রের চেয়ে ১৫ শতাংশ বেশি মুনাফা যেখানে বিনিয়োগে

সঞ্চয়পত্রের মুনাফা থেকে ১০ শতাংশ কর কর্তন করে সরকার। অন্যদিকে কেউ যদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেন, তাহলে মুনাফা থেকে কর কর্তন করা হয় ৫ শতাংশ।

বিস্তারিত »

ঢাকায় সোনায় মোড়ানো যে জিলাপির কেজি ২০ হাজার টাকা

ছবি: হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর সৌজন্যে প্রতি কেজি জিলাপির দাম ২০ হাজার টাকা! না, ভুল শোনেননি। বিশেষ এই জিলাপি ২৪ ক্যারেটের সোনা দিয়ে মোড়ানো। সে জন্যই

বিস্তারিত »