বললেন জ্বালানি প্রতিমন্ত্রী
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্যাসের মূল্যবৃদ্ধি বাংলাদেশের জন্য আশীর্বাদ। তিনি বলেন, এ কারণে এখন গভীর সমুদ্রে খননের অফার আসছে।
আজ শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীতে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘এনার্জি ট্রান্সমিশন’ শীর্ষক সেমিনারে তিনি বক্তব্য রাখছিলেন।
নসরুল হামিদ জানান, এখন আমাদের কাছে ডিপ সীতে (গভীর সমুদ্র) খননের অফার আসছে। আগে কোনো পার্টিই পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘অনেক সময় বিজ্ঞানীরা বুঝতে পারেন না যে এখানে একটা বিজনেস কেস ইনভলবড। এটা এমন না যে গ্যাস পেলাম, কালকে গিয়ে ঝাঁপিয়ে পড়ব। বিজনেস কেসটা হলো খনন করলে সেটা ওই কোম্পানির জন্য লাভজনক হবে কি না! তো ১০ বছর আগে কেন হয়নি! আইওসি দুই ডলারে গ্যাস দেয়। আর সেখানে গিয়ে গ্যাস এক্সপ্লোরেশন (খনন) করতে গেলে লাগবে সাত ডলার। তো আমি যদি বলি পাঁচ ডলার দেব, কেউ রাজি হবে! কেউ রাজি হয়নি। ’
জ্বালানি প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমি কাউকে দোষ দিই না। যারা থিওরি নিয়ে কাজ করেন, তারা এ বিষয়টি বাইরে গিয়ে চিন্তা করেন না যে কেন আসে না। কারণ খনন কোম্পানি ব্যবসাও করতে চাচ্ছে। তারা এখানে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে, ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তারা তো বসে নেই যে দুই ডলার করে গ্যাস বিক্রি করবে। তারা চিন্তা করে, আগামী ১০ বছর লাগবে আমার গ্যাস এক্সপ্লোরেশন করে আসতে, সে সময় দাম কত হবে, সে সময় যদি দাম ড্রপ করে, তাহলে কী হবে। আদৌ চাহিদা থাকবে কি না। এখানে নানা জটিলতা আছে।’