বৃহস্পতিবার রাত ১১টার দিকে বন্দর থানার সল্টগোলা ক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন (২৬) বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ছিলেন। নগরীর গোসাইলডেঙ্গা এলাকায় তার বাসা।
তার সঙ্গে মোটরসাইকেলে থাকা সাইদ হোসেন নামে আরেকজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দর থানার ওসি জাহেদুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে একটি কভার্ড ভ্যানের ধাক্কায় আরিফ ও সাইদ আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফের মৃত্যু হয়।
পুলিশ ওই কভার্ড ভ্যানটি আটক করেছে বলে বন্দর থানার ওসি জানান।
– চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ