ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার দেশে করোনা ভাইরাসের নতুন রূপ ওমিক্রন থেকে প্রথম রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর পাশাপাশি, ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে বিশ্বে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
ওমিক্রন থেকে প্রথম মৃত্যুর তথ্য ভাগ করে নেওয়ার সময় জনসন মানুষকে সতর্ক করে বলেন, ভাইরাসটির এই নতুন রূপটিকে ডেল্টার চেয়ে কম বিবেচনা করবেন না। এর পাশাপাশি, তিনি দেশের সকল যোগ্য ব্যক্তিদের প্রতি টিকার একটি বুস্টার ডোজ নেওয়ার জন্য আবেদনও করেছেন।