চট্টগ্রামের শাহ আমানত সেতুর (নতুন ব্রিজ) দক্ষিণ পাড় এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে ৬৫,৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে নগর পুলিশের গোয়েন্দা শাখার (উত্তর ও দক্ষিণ) বিভাগ। এ ঘটনায় জড়িত কাভার্ডভ্যান চালক মো. ইসলাম (৩৮) ও মো. হাবিব (২৮) নামে দুই যুবককে গ্রেপ্তার ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নতুন ব্রিজ টোল প্লাজার সামনে এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে আসা হচ্ছে- গোপনে এমন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার নতুন ব্রিজ টোল প্লাজার সামনে গাড়িটি থামিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এই সময় কাভার্ড ভ্যানের ভিতরে পাটাতনে বিশেষ কায়দায় তৈরি সুরক্ষিত একটি চেম্বারের সন্ধান পাওয়া যায়। যা স্বাভাবিকভাবে দেখলে দৃষ্টিগোচর হয় না। সেই চেম্বার থেকে প্যাকেটে মোড়ানো অবস্থায় ৬৫,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার দুই আসামি প্রাথমিকভাবে ইয়াবা পরিবহনের কথা স্বীকার করে জানায়- ইয়াবাগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে ঢাকায় নিয়ে বিক্রি করাই ছিল তাদের উদ্দেশ্য। দুজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা রুজু করা হয়েছে।