পুরাতন বছরের দুঃখ, জরা, গ্লানি ও হতাশা মুছে নতুন বছরে অনাবিল সুখ, শান্তি ও সানন্দের প্রত্যাশায় মাইনী নদীর জলে ফুল ভাসিয়ে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক ও প্রাণের উৎসব ‘বৈসাবি’
শুক্রবার (১২ এপ্রিল) ভোর দীঘিনালা উপজেলার মাইনি সেতু এলাকায় নদীর ঘাটে চাকমা, তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী সহ সকল জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে তরুণ-তরুণীদের ফুল ভাসাতে দেখা যায়। এসময় পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানো হয়।
তিন দিনব্যাপী এ উৎসবের প্রথম দিন শিশু-কিশোর, তরুণ-তরুণী সহ সবাই স্ব স্ব সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পড়ে নানা আনন্দ, উৎসাহের মধ্য দিয়ে নদীর জলে ফুল ভাসায়। এসময় মাইনি সেতুর দু’পাড়ে দেখা যায় হাজারো মানুষের ঢল নামে।
ফুল ভাসাতে আসা তরুণ-তরুণীরা বলেন, আজ আমাদের খুব খুশির দিন। জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাই যেন সুখে, শান্তিতে থাকেন এজন্য আমরা নদীর জলে ফুল ভাসাই।
আয়োজক কমিটির আহবায়ক ইউপি চেয়ারম্যান বলেন, তিন দিনব্যাপী উৎসবের আজ প্রথম দিন। বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে উৎস পালন করা হবে বলেও জানান তিনি।