রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০ কার্তিক, ১৪৩২, ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

সিনিয়র ফুটবলারদের সাথে আবার দূরত্ব তৈরি হচ্ছে বাটলারের

মুক্তি৭১ ডেস্ক

দুই দেশের শক্তির যে পার্থক্য তাতে থাইল্যান্ডের কাছে বাংলাদেশের হার অনুমেয়ই ছিল। শুক্রবার ব্যাংককে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছে থাইল্যান্ড। ১২ বছর আগে ঢাকায় বাংলাদেশকে ৯-০ গোলে হারিয়ে গিয়েছিল থাইল্যান্ডের মেয়েরা।

ম্যাচের পর বাংলাদেশ নারী ফুটবল দলের ইংলিশ কোচ পিটার বাটলারের একটি ভিডিওবার্তা গণমাধ্যমে প্রেরণ করেছে বাফুফে। সেখানে পিটার বাটলার কিছু খেলোয়াড়ের মানসিকতা ও আরচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কঠোর বার্তা দিয়ে বলেছেন-তিনি আগের মতোই কঠিন থাকবেন এবং অসম্মান ও বাজে আচরণ সহ্য করবেন না।

ম্যাচ আয়োজন নিয়েও প্রশ্ন তুলেছেন পিটার বাটলার। তিনি বুঝতে পারছিলেন না এটা আদৌ ফিফার টায়ার-১ প্রীতি ম্যাচ কিনা। কোচ বলেছেন, ‘আমি জানি না এটি টায়ার-১ প্রীতি ম্যাচ ছিল কি না। কারণ আমরা একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে এমন পরিবেশে খেলেছি, যেখানে আলোর মাত্রা অতটা ভালো ছিল না।’

খেলোয়াড়দের নিয়ে পিটার বলেছেন, ‘এই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কয়েকজন ফুটবলার ভুল মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল। অমনোযোগী ছিল। এমন অমনোযোগী মনোভাব আমি কিছুতেই সহ্য করবো না। কেউ যদি আমার দলে খেলতে চায়, দেশের প্রতিনিধিত্ব করতে চায়, তাহলে এমন মানসিকতা নিয়ে আসতে পারবে না যা জাতীয় দলের সঙ্গে মানানসই নয়। হার-জিতের চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি শেখার প্রক্রিয়া এবং সম্মানের বিষয়।’

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬ টি পরিবর্তন করেছেন কোচ। ঋতুপর্ণা, তহুরা, শিউলি আজিম, আফঈদা শামসুন্নাহার, কোহাতি কিসকুকে বসিয়ে দিয়েছেন কোচ। তরুণ যারা নেমেছিলেন তাদের খেলার প্রশংসা করেছেন। কোচ নাম উল্লেখ করে বলেছেন, ‘প্রচুর তরুণ খেলোয়াড়কে সুযোগ দিয়েছি। যেমন শিখা, নবিরণ, জয়নব, সাগরিকা, মুনকি, রিপা ও হালিমা। ম্যাচটি আসলে জাতীয় দলের ম্যাচের মতো লাগেনি। উন্নয়নের একটা ম্যাচের মতো লাগছিল। ভবিষ্যতে এমন ম্যাচ আয়োজনের ক্ষেত্রে আমাদের আরও সতর্ক থাকতে হবে। তবে আবারও বলছি, এই ম্যাচ থেকে আমি অনেক কিছু পেয়েছি। কখনো কখনো হেরে যেওয়া ম্যাচ অনেক কিছু শেখায়।’

কঠিন কথাগুলো শেষদিকে বলেছেন কোচ, ‘এমন খেলোয়াড়দের খেলাতে পেরে আমি খুশি যারা বড় কোনো নাম নয়, কিন্তু সঠিক মানসিকতা নিয়ে মাঠে নামে। তারা কঠোর পরিশ্রম করতে চায়, উন্নতি করতে চায়। কেউ আমার পরীক্ষা নিতে চাইলে নিক। এমনটা আগেও হয়েছে। আবারও হলে আমি নিজের জায়গায় শক্তই থাকব। অসম্মান ও বাজে আচরণ সহ্য করবো না।’

গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন কোচের সাথে দূরত্ব তৈরি হয়েছিল সিনিয়র ফুটবলারদের। এ জন্য ১৮ ফুটবলার বিদ্রোহ করে কোচের অনুশীলন বর্জন করেছিলেন। তাদের মধ্যে থেকে কোচ বেশিরভাগ খেলোয়াড়কে দলে নিলেও সাবিনা, মাসুরা, কৃষ্ণা, সানজিদা আর সুমাইয়ার বিষয়ে সিদ্ধান্তে অটল ছিলেন। তাদের আর ক্যাম্পেই ডাকেননি।

কিছু জুনিয়র খেলোয়াড়ের প্রশংসা করে কয়েকজনের বিরুদ্ধে তোপ দেগেছেন পিটার বাটলার। নাম না বললেও এটা সবাই বুঝছেন সিনিয়র কয়েকজনকে ইঙ্গিত করেই হয়তো কথাগুলো বলেছেন। কারণ তিনি পরিস্কার করেই বলেছেন, ‘কেউ আমার পরীক্ষা নিতে চাইলে নিক। এমনটা আগেও হয়েছে। আবারও হলে আমি নিজের জায়গায় শক্তই থাকবো।’

যারা বিদ্রোহ করেছিলেন তাদের মধ্যে ঋতুপর্ণা চাকমা,মনিকা চাকমা, রুপনা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দাসহ ৯ জন থাইল্যান্ডের বিপক্ষে একাদশে ছিলেন।

সিনিয়রদের বসিয়ে নামানো তরুণদের খেলার প্রশংসা করেছেন কোচ। কারা আরচরণ খারাপ করেছেন সেই নামগুলো স্পষ্ট করে না বললেও কোচ বুঝিয়ে দিয়েছেন কাদের ওপর ঝালটা তিনি মেটাচ্ছেন। তাহলে কি বছর ঘুড়তে আবার সিনিয়র ফুটবলারদের সাথে আবার দূরত্ব তৈরি হলো কোচ পিটার বাটলারের?

গত বছর এই অক্টোবর মাসেই বিরোধ শুরু হয়েছিল পিটার বাটলারের সাথে সিনিয়র খেলোয়াড়দের। গত বছর ২০ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে সিনিয়রদের উপেক্ষা করে একাদশ তৈরি করে হারতে বসেছিল পাকিস্তানের বিপক্ষে। ১ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ ইনজুরি সময়ে শামসুন্নাহার জুনিয়রের গোলে সমতায় ফেরে। ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সিনিয়রদের মতামতের ভিত্তিতে দল তিরি করে ৩-১ জিতে টিকে থাকে বাংলাদেশ। টানা তিন ম্যাচ জিতে সাফের শিরোপা ধরে রেখেছিলেন সাবিনা-কৃষ্ণারা। দেশে ফেরার পরই কোচ-খেলোয়াড়দের দ্বন্দ্ব চরমে ওঠে। ১৮ ফুটবলার প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন। বছর কেটে গেলেও হয়তো সেই ঘটনার জের এখনো কাটেনি। এশিয়ান কাপ ও অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের আগে এমন ঘটনা দেশের নারী ফুটবলের জন্য অশনি সঙ্কেত নয় তো?

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

মিরপুরের স্পিন-ফাঁদে নাকাল, নাসুমের জবাবে আকিলকে উড়িয়ে আনছে উইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭৪ রানের বড় ব্যবধানে হারের পর স্কোয়াড শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলের স্পিন আক্রমণকে আরও ধারালো

বিস্তারিত »

পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বদলে জিম্বাবুয়ে

পাকিস্তানে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে না আফগানিস্তান। তাদের স্থলাভিষিক্ত হয়েছে জিম্বাবুয়ে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শ্রীলঙ্কাকে

বিস্তারিত »

জয়ে বিশ্বকাপের টিকিট পেল নেপাল ও ওমান

আবুধাবির গরম দুপুরে হাসলো নেপাল ও ওমানের ভাগ্য। সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের জয়ের পর নিশ্চিত হয়ে গেল এই দুই এশীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা।

বিস্তারিত »

পাকিস্তানের বিখ্যাত মোহাম্মদ ভাইদের বড়জন আর নেই

পাকিস্তান ক্রিকেটে বিখ্যাত মোহাম্মদ ভাইদের মধ্যে সবার বড় ছিলেন যিনি, সেই ওয়াজির মোহাম্মদ আর নেই। বার্মিংহ্যামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫

বিস্তারিত »

বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই

শারজায় আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। আফগানদের হোয়াইটওয়াশ করেছিল টি-টোয়েন্টি সিরিজে। কিন্তু ওয়ানডেতে দৃশ্যপট উল্টো! আবুধাবিতে তিন ম্যাচের সিরিজের প্রথম দুইটিতেই হার

বিস্তারিত »

পাঁচ দলের বিপিএল আয়োজনের পরিকল্পনা বিসিবির

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর অনুষ্ঠিত হবে মাত্র পাঁচ দল নিয়ে এবং ছোট পরিসরে। চলবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। গত শনিবার সংবাদমাধ্যমকে

বিস্তারিত »

জাতীয় লিগে ঢাকা মেট্রো নাকি ময়মনসিংহ, ঝুলে আছে সিদ্ধান্ত

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুম মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ ২৫ অক্টোবর। কিন্তু এখনও নিশ্চিত নয় আট দলের লিগে অভিষেক হবে নতুন দল ময়মনসিংহের, নাকি

বিস্তারিত »

নিউজিল্যান্ডকে ২২৭ রানে থামালো বাংলাদেশ

গুয়াহাটিতে নারী বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রানের লড়াকু সংগ্রহ গড়েছে

বিস্তারিত »

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ আকিম

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চলতি মাসেই সাদা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের দুটি সিরিজ খেলবে টাইগাররা। মিরপুরে ১৮

বিস্তারিত »