শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক, ১৪৩২, ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭

বাংলাদেশ-ভারত বৃষ্টি ভাসিয়ে দিল

মুক্তি৭১ ডেস্ক

মুম্বাইয়ে নারী বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি শুরুতেই বৃষ্টির বাধার মুখে পড়েছিল। প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকার পর শুরু হলেও ৪৩ ওভারে নামিয়ে আনা হয় ম্যাচটি। কিন্তু এর মধ্যে আরও দুই দফা খেলার গতি থামিয়ে দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচটি আর শেষই করা গেলো না। পরিত্যক্ত ঘোষণা করা হয়।

প্রথমে দুই ঘণ্টা দেরিতে শুরু হওয়ায় ম্যাচটি ৪৩ ওভারে নামানো হয়। কিন্তু টস হেরে বাংলাদেশ ইনিংসের ১২.২ ওভার চলার পর ফের বৃষ্টি নেমে আসে, ফলে তা আরও কমিয়ে আনা হয়, দাঁড়ায় ২৭ ওভারের ম্যাচে।

বাংলাদেশ ২৭ ওভারে সংগ্রহ করে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান, যার জবাবে ভারত ব্যাট করতে নেমে ৮.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান নিয়ে ভালো অবস্থানে থাকলেও আর খেলা সম্ভব হয়নি। ন্যূনতম ২০ ওভার পূর্ণ না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলেই ভারতীয় দলে নিজের উপস্থিতি জানান দেন রাধা যাদব। নিখুঁত লাইন ও টার্নে বিভ্রান্ত করেন বাংলাদেশের ব্যাটারদের। রাধা যাদব নেন ৩ উইকেটভ। তার স্পিন সঙ্গী শ্রী চারানিও নিয়েছেন ২ উইকেট ২৩ রানে।

বাংলাদেশ ইনিংস শুরু থেকেই ছিল চাপে। রেনুকা সিংয়ের ইনসুইং ইয়র্কারে শুরুতেই নড়বড়ে হয়ে পড়ে ব্যাটাররা। রুবিয়া হায়দার, শারমিন আক্তার ও নিগার সুলতানারা ইনিংস টিকিয়ে রাখার চেষ্টা করলেও রাধা ও চারানির স্পিনে একে একে ফিরতে হয় সবাইকে।

মাত্র চারজন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেন। শারমিন আক্তার করেন সর্বোচ্চ ৩৬ রান। সোবহানা মোস্তারি ২১ বলে ২৬ রান করে কিছুটা লড়াইয়ের আভাস দেন; কিন্তু দলের ইনিংস শেষ পর্যন্ত বড় স্কোরে গড়ায়নি। শেষ ৭ ওভারে দল হারায় ৬ উইকেট— ৯১/৩ থেকে ১১৭/৯, শেষ পর্যন্ত ১১৯ রানে গিয়ে থামে ইনিংস।

ফিল্ডিং করার সময় ভারতের ওপেনার প্রীতিকা রাওয়াল হাঁটু ও গোড়ালিতে চোট পান। পরবর্তীতে তিনি ব্যাটিংয়ে নামতে পারেননি। ফলে তার জায়গায় অমানজোত কৌর ওপেন করতে নামেন স্মৃতি মন্ধানার সঙ্গে। তিন দিনের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল সামনে রেখে ভারতীয় চিকিৎসকরা তার চোট পর্যবেক্ষণ করছেন।

লক্ষ্য ছিল মাত্র ১২৬ রান, আর ভারত ওপেনাররা শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। আমানজোত ও মন্ধানা প্রথম ৯ ওভারেই তোলে ৫৭ রান, বিনা উইকেটে। মন্ধানা ২৩ রানে ছিলেন অপরাজিত, অমনজোত ৭ রানে। দুজনই জীবন পান নিগার সুলতানা ক্যাচ মিস করায়। কিন্তু এরপরই ফের নামে বৃষ্টি, আর শুরু হয় অপেক্ষার পালা— যা শেষে রূপ নেয় হতাশায়। রাত ১০টা ২০ মিনিটে দুই অধিনায়ক হাত মেলান, ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এই টাইয়ের ফলে দুই দলই একটি করে পয়েন্ট পায়। এতে বাংলাদেশ নেট রান রেটে পাকিস্তানকে টপকে সপ্তম স্থানে উঠে আসে, আর ভারত প্রস্তুতি নেয় সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সিরিজ নিউজিল্যান্ডের

টি–টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারল না ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে আজ ডানেডিনে শেষ ম্যাচে দলটি হেরেছে ৮ উইকেটে। টসে

বিস্তারিত »

ইসরায়েলি ফুটবল দলকে নিষিদ্ধ

ইসরায়েলি ফুটবল দলকে নিষিদ্ধ করতে ইউরোপের শীর্ষ ফুটবল সংস্থা ইউনিয়ন অব ইউরোপীয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (ইউইএফএ) কে চিঠি পাঠিয়েছে ‘অ্যাথলিটস ফর পিস’ নামের সংগঠন। এ সংগঠনের সঙ্গে

বিস্তারিত »

লিওনেল মেসি অনুমতি পাননি

বিশ্বকাপের প্রস্তুতি আরও জোরদার করতে সৌদি আরবের লিগে খেলতে চেয়েছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু শেষ পর্যন্ত সেই অনুমতি মেলেনি। সৌদি ক্রীড়া মন্ত্রণালয় তার প্রস্তাব

বিস্তারিত »

দুই গোলে অপ্রতিরোধ্য বায়ার্নের রেকর্ড

অসাধারণ ফর্মে থাকা হ্যারি কেইন উপহার দিলেন জোড়া গোল, টানা জয়ের অনন্য কীর্তি গড়ল বায়ার্ন মিউনিখ। ম্যাচের আধ ঘণ্টা যেতে না যেতেই পিছিয়ে পড়ল বায়ার্ন

বিস্তারিত »

সিনিয়র ফুটবলারদের সাথে আবার দূরত্ব তৈরি হচ্ছে বাটলারের

দুই দেশের শক্তির যে পার্থক্য তাতে থাইল্যান্ডের কাছে বাংলাদেশের হার অনুমেয়ই ছিল। শুক্রবার ব্যাংককে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছে থাইল্যান্ড। ১২ বছর আগে

বিস্তারিত »

মিরপুরের স্পিন-ফাঁদে নাকাল, নাসুমের জবাবে আকিলকে উড়িয়ে আনছে উইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭৪ রানের বড় ব্যবধানে হারের পর স্কোয়াড শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলের স্পিন আক্রমণকে আরও ধারালো

বিস্তারিত »

পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বদলে জিম্বাবুয়ে

পাকিস্তানে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে না আফগানিস্তান। তাদের স্থলাভিষিক্ত হয়েছে জিম্বাবুয়ে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শ্রীলঙ্কাকে

বিস্তারিত »

জয়ে বিশ্বকাপের টিকিট পেল নেপাল ও ওমান

আবুধাবির গরম দুপুরে হাসলো নেপাল ও ওমানের ভাগ্য। সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের জয়ের পর নিশ্চিত হয়ে গেল এই দুই এশীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা।

বিস্তারিত »

পাকিস্তানের বিখ্যাত মোহাম্মদ ভাইদের বড়জন আর নেই

পাকিস্তান ক্রিকেটে বিখ্যাত মোহাম্মদ ভাইদের মধ্যে সবার বড় ছিলেন যিনি, সেই ওয়াজির মোহাম্মদ আর নেই। বার্মিংহ্যামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫

বিস্তারিত »