রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক, ১৪৩২, ২৬ রবিউস সানি, ১৪৪৭

সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগই হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ: সালাহউদ্দিন 

মুক্তি৭১ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব এখন সেমিকন্ডাক্টর নির্ভর। তাইওয়ানে যদি যুদ্ধ হয়, গোটা পৃথিবীর অর্থনীতি থেমে যাবে।

বাংলাদেশকে এখনই সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ করতে হবে। এই খাতে যদি আমরা মাত্র ৫ শতাংশ বাজারও নিতে পারি, তবে আমাদের  ইকোনমির জন্য আর অন্য শিল্পে তাকাতে হবে না।

তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি, পরিবেশ, কৃষি, তথ্যপ্রযুক্তি সব খাত নিয়েই আমরা কথা বলি, কিন্তু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে কেউ ভাবি না। এটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প, যা বন্ধ হয়ে গেলে পুরো অর্থনীতি থেমে যাবে। বাংলাদেশে এই খাতে মানবসম্পদ গড়ে তোলা এখন সময়ের দাবি।

গত শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আইইবি মিলনায়তনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স আয়োজিত ‌‘গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ বির্নিমাণে প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের স্বপ্ন দেখতে হবে, তবে তা বাস্তবায়নের জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন উৎপাদনমুখী শিক্ষা ও উৎপাদনমুখী রাজনীতির কথা। যখন সেখানে জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন যুক্ত হবে তখনই রাজনীতি উৎপাদনমুখী হবে।

তিনি বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। বক্তৃতা, শোষণ ও প্রতারণার রাজনীতির যুগ শেষ। এখন মানুষ জানতে চায়, রাজনীতিবিদরা তাদের জন্য কী করছেন। প্রযুক্তিনির্ভর, মেধানির্ভর রাজনীতির দিকেই দেশকে এগিয়ে নিতে হবে।

বিএনপির এই নেতা বলেন, আমাদের প্রকৌশলীদের নিয়ে একটা ভুল ধারণা তৈরি হয়েছে, দেশের নির্মাণগুলো স্থায়ী হয় না কেন? এই পারসেপশন পাল্টাতে হবে। একই বাজেটে তিনগুণ কাজ করা সম্ভব, যদি সততা ও দক্ষতা থাকে।

শ্বেতপত্রের তথ্য তুলে ধরে তিনি বলেন, মেগা প্রকল্পের নামে শেখ হাসিনার আমলে সময় ও ব্যয় সাত গুণ পর্যন্ত বেড়েছে। রাজনৈতিক বিবেচনায় ঋণ দেওয়ার কারণে ব্যাংকিং খাতে এখন পাঁচ লাখ কোটি টাকার নন-পারফর্মিং অ্যাসেট। এই অর্থ দিয়ে ২৪টি পদ্মা সেতু নির্মাণ করা যেত।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা গরিব রাষ্ট্র ছিলাম না, আমাদের এই তস্কর সম্প্রদায় গরিব রাষ্ট্র বানিয়েছে। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে উন্নয়ন ও সুশাসনই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, আমার একটি বক্তব্যকে অপব্যাখা করা হয়েছে। এবং একটি দল আমাকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।

তিনি দৃঢ়ভাবে জানান যে, তিনি কখনই জুলাইযোদ্ধাদের বিরুদ্ধে বিশৃঙ্খলার দায়ারোপ করেননি। বরং বিশ্বাস করেন জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো সংগঠন বা ব্যক্তি এই ধরনের বিশৃঙ্খলার সঙ্গে জড়িত ছিল না। বর্তমান সময়ে অপতত্ত্ব ও অপব্যাখ্যা ছড়ানোর প্রবণতা বেড়েছে। যেকোনো অপব্যাখ্যা হলে সেটি মিটিয়ে নেওয়ার জন্য রাজনীতি শেখা ও অভিজ্ঞতা অর্জনে করতে হবে জানান তিনি।

তিনি আরও বলেন, জুলাই সনদের স্বাক্ষর একটি ঐতিহাসিক পদক্ষেপ। এটি গণতন্ত্রের নতুন অধ্যায় সূচনা করেছে। আমরা চাই, ভবিষ্যতের বাংলাদেশ হবে জ্ঞাননির্ভর, প্রযুক্তিনির্ভর, গণতান্ত্রিক রাষ্ট্র। গুড পলিটিক্স রিপ্লেস দ্য ব্যাড পলিটিক্স—এই নীতিতেই আমরা এগোবো।

বক্তব্যের শেষে তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ বৃথা যাবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখলে শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব হবে।

আলোচনা সভায় অ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরীন ইসলাম তুহিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি আইইবির সাবেক প্রেসিডেন্ট এবং অ্যাবের প্রধান উপদেষ্টা প্রকৌশলী এ. এন. এইচ আখতার হোসেন পিইন্জ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রকৌশলী খালিদ হাসান চৌধুরী পাহিন, অ্যাবের উপদেষ্টামণ্ডীর সদস্য প্রকৌশলী সফিউল আলম তালুকদার সবুজসহ আরো অনেকে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

রোববার বেলা ১১টায় গুলশানে সংবাদ সম্মেলন করবে বিএনপি

রোববার বেলা ১১টায় গুলশানে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি/ ফাইল ছবি রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন

বিস্তারিত »

বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে খালেদা

বিস্তারিত »

ঘুষ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে ক্ষমতায় এলে  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘুষ একটি সামাজিক ব্যাধি, যা ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে। বিএনপি ক্ষমতায় এলে ঘুষ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

বিস্তারিত »

গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে পারে কেবল নির্বাচিত সরকার: দুদু

গত বুধবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে জাতীয় নির্বাচন ঘিরে দেশ-বিদেশে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য

বিস্তারিত »

নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে: মির্জা ফখরুল 

যত তাড়াতাড়ি নির্বাচন হবে দেশের সংকট তত তাড়াতাড়ি কাটবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রই

বিস্তারিত »

জাতীয় নির্বাচনের দিন গণভোট করলে ‘আম-ছালা দুইটাই যাবে’: ডা. তাহের

জাতীয় নির্বাচনের দিন গণভোট করলে ‘আম ও ছালা দুইটাই যাবে’ বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। গত সোমবার (১৩ অক্টোবর)

বিস্তারিত »

পিআর পদ্ধতির সিদ্ধান্ত আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান ফখরুলের

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি

বিস্তারিত »

পিআর পদ্ধতি জনগণের জন্য নয়, শুধু দলের আসন বাড়াবে: মঈন খান

আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর কিছু আসন বাড়াবে, কিন্তু সাধারণ জনগণের কোনো উপকারে আসবে না এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য

বিস্তারিত »

গণভোট জাতীয় নির্বাচনের আগে ডিসেম্বরের মধ্যে হতে হবে: রাশেদ প্রধান

জাগপার ৭ দফা দাবিতে বিজয়নগর পল্টন এলাকায় জাগপার বিক্ষোভ মিছিল। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দেশের মানুষ যখন পিআর

বিস্তারিত »