কলম্বিয়ার বিপক্ষে জিততে পারেনি ব্রাজিল। ১২ মিনিটে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হলো দরিভাল জুনিয়রের দলকে। ফলে ‘ডি’ গ্রুপের রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষ মার্সেলো বিয়েলসার উরুগুয়ের মুখোমুখি হতে হবে তাদের।
শুধু কঠিন প্রতিপক্ষই নয়, কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের অন্য দুশ্চিন্তাও আছে। হলুদ কার্ড নিষেধাজ্ঞায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে পাচ্ছে না ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞাটি পেতে হলো ভিনিকে।
অন্যদিকে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হিসেবে পানামার মুখোমুখি হওয়া নিশ্চিত করেছে কলম্বিয়া।
যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারার লেভি’স স্টেডিয়ামে দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ১২ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করেন ব্রাজিল উইঙ্গার রাফিনিয়া। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া সেই ফ্রি কিক থেকে রাফিনিয়ার করা গোল ব্রাজিলের ভক্তদের অনেকদিন মনে থাকবে। বাঁ পায়ের জোরাল শটে বলটা ধনুকের মতো বাঁকিয়ে জালে পাঠান বার্সেলোনা উইঙ্গার। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলটি শোধ করেন কলম্বিয়ার দানিয়েল মুনোজ। ফরোয়ার্ড জন কর্দোবার থ্রু পাস ধরে সমতাসূচক গোল করেন এই রাইটব্যাক।