সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ, ১৪৩১, ১২ রজব, ১৪৪৬

যে শিশুকে পাচারের অভিযোগে ফেঁসে গেলেন মিল্টন

মুক্তি৭১ ডেস্ক

রাজধানীর ধানমন্ডি বয়েজ স্কুল এলাকা থেকে কুড়িয়ে পাওয়া দেড়-দু’বছরের একটি অনাথ শিশুকে পাচারের অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। গত ২ মে মামলাটি দায়ের করেন হাজারীবাগের জনৈক এম রাকিব।

এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে (রিমান্ডে) রয়েছেন মিল্টন সমাদ্দার। অথচ ওই শিশুটিকে দত্তক নিয়ে বর্তমানে লালন-পালন করছেন জসিম উদ্দিন, যিনি মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের বাবুর্চি হিসেবে কাজ করছেন। আশ্রমে নেওয়ার পর শিশুটির নাম ফুহাদ রাখা হলেও বর্তমানে তার নাম রাখা হয়েছে মোহাম্মদ আলী। শিশুটির বর্তমান বয়স প্রায় ছয় বছর।

সোমবার (৬ মে) সরেজমিন রাজধানীর কল্যাণপুরে মিল্টনের চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে গিয়ে কথা হয় বাবুর্চি জসিম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, আদালতের মাধ্যমে ২০২১ সালের ১৫ নভেম্বর তিনি শিশু ফুহাদকে দত্তক দিয়েছেন। পরে শিশুটির নাম পরিবর্তন করে মোহাম্মাদ আলী রাখেন তিনি। শিশুটির বর্তমান বয়স ছয় বছর।

জসিম উদ্দিন জানান, ২০২০ সালের ৬ সেপ্টেম্বর ধানমন্ডি কিংবা বিজয় সরণিতে পড়ে থাকা আনুমানিক দেড়-দুবছরের অভিভাবকহীন অনাথ শিশুটিকে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ ফাউন্ডেশনে আনা হয়। সেখানে চিকিৎসাসেবা দিয়ে বাচ্চাটিকে সুস্থ করে তোলা হয় মিল্টন সমাদ্দারের এই প্রতিষ্ঠানে। তখন শিশুটির নাম রাখা হয় ফুহাদ।

জসিম উদ্দিন আরও জানান, তার নিজের কোনও সন্তান না থাকায় প্রায় বছরখানেক পর ২০২১ সালের ১৫ নভেম্বর তিনি শিশু ফুহাদকে আদালতের মাধ্যমে দত্তক নেন। স্ত্রী সুমির সঙ্গে আলোচনা করে শিশু ফুহাদের নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ আলী। বর্তমানে শিশুটি মিরপুরের একটি প্রাথমিক মক্তবে পড়াশোনা করছে।

বাবুর্চি জসিম উদ্দিন বলেন, ‘আমি এখানে কাজ শুরু করার কিছু দিনের মধ্যে শিশু ফুহাদকে মিল্টন দাদা নিয়ে আসেন। বাচ্চাটা প্রায়ই আমার কোলে থাকতো। আমি তাকে একটু একটু করে খাওয়াতাম। একটা সময় বাচ্চাটা আমাকে বাবা বাবা বলে ডাকতে শুরু করে। আমার কাছ থেকে অন্য কারও কোলে যেতো না। এভাবে তার প্রতি আমার মায়া ও ভালোবাসা গড়ে ওঠে। আমাদের মধ্যে এতটা মায়া তৈরি হয় যে শিশুটি আমাকে ছাড়া অন্য কারও কাছে থাকতে চাইতো না। বাচ্চাটি আমাকে ছাড়া কারও হাতে খেতেও চাইতো না। আমি বাইরে যাওয়ার সময় কান্নাকাটি করতো।’

তিনি বলেন, করোনার সময়ে ২০২০ সালের মার্চ থেকে মিল্টনের ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের’ বাবুর্চি হিসেবে কাজ শুরু করেন জসিম। ২০১০ সালে তিনি বিয়ে করেন। স্ত্রীর নাম সুমি। বিয়ের পর থেকে তাদের কোনও সন্তান হচ্ছিল না। এজন্য তারা (জসিম-সুমি) অনেক ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসাও করিয়েছেন। তাতেও তাদের কোনও সন্তান হয়নি।

জসিম আরও জানান, যেহেতু আমি নিঃসন্তান, আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করে মিল্টন দাদার কাছে বাচ্চাটাকে দত্তক নিতে চাইলাম। প্রথমে দাদা রাজি ছিলেন না। বাচ্চাটি আমি ছাড়া কারও কাছ থেকে খায় না। এদিকে আমার কোনও সন্তানও নেই। এভাবে আমি ও আমার স্ত্রী কয়েক মাস ধরে বোঝানোর পর মিল্টন দাদা শিশুটিকে আদালতের মাধ্যমে আমার হাতে তুলে দেন।

বাবুর্চি জসিমের স্ত্রী সুমি বলেন, ‘বিয়ের পর থেকে বাচ্চা না হওয়ায় প্রচণ্ড কান্নাকাটি করতাম। নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তান চাইতাম। নিজের গর্ভে না হলেও আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন। সন্তান পেয়ে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এখন আমার আর কোনও অভাব নাই। মোহাম্মদ আলী ওরফে ফুহাদই আমার সবকিছু।’

মিল্টনের বিরুদ্ধে মানবপাচার মামলার বাদী এম রাকিব বলেন, ‘আমরা যখন শিশুটিকে পাই, তখন তার নাম আমরা জানতাম না। মিল্টনের ফাউন্ডেশনে নেওয়া পর তারা শিশুটির নাম রাখেন ফুয়াদ। শিশুটি দেখতে খুবই সুন্দর ছিল।’

মিল্টনের বিরুদ্ধে দায়ের করা মানবপাচারের মামলার এজাহারে রাকিব উল্লেখ করেন—২০২০ সালের ৬ সেপ্টেম্বর ধানমন্ডি বয়েজ স্কুলের সামনের রাস্তায় দুই বছরের অজ্ঞাত এক শিশুকে পড়ে থাকতে দেখেন তিনি। তখন শেরেবাংলা নগর থানাকে বিষয়টি জানান। কিন্তু থানা-পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে ফোন করলে মিল্টন সমাদ্দার ওই শিশুকে সেখান থেকে নিয়ে যান। তাকে অভিভাবক হিসেবে একটি সার্টিফিকেটও দেন মিল্টন সমাদ্দার। এ সময় বাচ্চাটির দেখাশোনা ও চিকিৎসার জন্য দাতব্য প্রতিষ্ঠান হিসেবে মিল্টন সমাদ্দারকে বাদী ১০ হাজার টাকা দেন।

পরবর্তী সময়ে পাঁচ-ছয় মাস যাবৎ সেখানে তিনি যেতেন এবং শিশুটির জন্য সামান্য কিছু খরচও দিয়েছেন। মিল্টন সমাদ্দার তাকে এটাও জানিয়েছেন, আদালতের মাধ্যমে চাইলে তিনি বাচ্চাটিকে গ্রহণ করতে পারবেন। কিন্তু কিছু দিন যাওয়ার পর ২০২১ সালের কোনও একদিন মিল্টন ফোন করে হুমকি দিয়ে তাকে জানান, তিনি যেন ওই প্রতিষ্ঠানে আর না যান। শিশুটির যাতে খোঁজ-খবর না নেন।

সম্প্রতি গণমাধ্যমে একটি খবর দেখার পর গত ২৪ এপ্রিল চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে যান তিনি। কিন্তু শিশুটিকে সেখানে তিনি দেখতে পাননি। তার অভিযোগ—২০২১ সালের কোনও একসময় শিশুটিকে পাচার করা হয়েছে।

প্রসঙ্গত, মুসলিম আইনে সন্তান দত্তক নেওয়ার কোনও ব্যবস্থা নেই। তবে কেউ চাইলে ‘গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট-১৮৯০’ অনুসারে আদালতের মাধ্যমে শিশুর দায়-দায়িত্ব, অর্থাৎ অভিভাবকত্ব অর্জন করতে পারেন। আর অভিভাবকত্ব অর্জন করলে শিশুকে নিজের জিম্মায় রাখা যাবে। সে ক্ষেত্রেও বিষয়টি পিতৃত্ব বা মাতৃত্বের পর্যায়ে পড়ে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

ওসিকে ‘মারধর’: চট্টগ্রামের ৩ আনসার, এক পুলিশ কর্মকর্তাকে সরানো হল

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনার পর তিন আনসার ও এক পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গত সোমবার নগরীর ফয়’স লেক এলাকায় ৩১ আনসার

বিস্তারিত »

আলবিদা ২০২৪

২০০৭ সালে মুক্তি পাওয়া লাইফ ইন এ মেট্রো ছবির আলবিদা শিরোনামের গানের লাইন এটি। (উল্লেখ্য বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী জেমসের গাওয়া)। সত্যিই তো আর মাত্র

বিস্তারিত »

‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না’

সংস্কারের কারণে দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয়

বিস্তারিত »

সচিবালয়ে প্রবেশ: সাময়িক অসুবিধায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চায় সরকার

সচিবালয়ে প্রবেশ ইস্যুতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে সরকার। শনিবার (২৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভয়াবহ

বিস্তারিত »

হাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সেই সঙ্গে

বিস্তারিত »

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৮ কোটি ২১ লাখ টাকা

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা। শনিবার দিনভর গণনা শেষে এ হিসাব পাওয়া গেছে। পাগলা মসজিদের দানবাক্স

বিস্তারিত »

টেকনাফে আবারও অপহরণ, এখনও নিখোঁজ ৩ শ্রমিক

কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে অপহরণ করা ছয় শ্রমিকের মধ্যে তিন জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকিরা এখনও নিখোঁজ। আজ শনিবার সকাল সাড়ে ৮ টারে দিকে

বিস্তারিত »

২১ আগস্ট গ্রেনেড হামলা, হাইকোর্টের রায় রবিবার

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের ওপর রবিবার (১ ডিসেম্বর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট। শনিবার (৩০ নভেম্বর) আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির

বিস্তারিত »

সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

সাগরে সৃষ্ট নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ফিনজালে’ পরিণত হয়েছে। এটি শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে ভারতের তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। সাগর উত্তাল থাকায়

বিস্তারিত »