বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ, ১৪৩১, ৭ জিলকদ, ১৪৪৫

ফরিদপুরে যাত্রীবাহী বাস-পিকআপভ্যান সংঘর্ষ, নিহত ১৪

মুক্তি৭১ ডেস্ক

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর কানাইপুরের তেতুলতলা নামক স্থানে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ( ১৬ এপ্রিল) সকাল পৌনে আটটার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও হেলপার পলাতক।

নিহতরা হলেন— আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের সওরাকান্দা গ্রামের তারা মোল্লার পুত্র রাকিব হোসেন মিলন মোল্লা (৪৫), তার স্ত্রী সুমি বেগম (৩০), শিশু পুত্র রোহান (৬), আরেক শিশুপুত্র আবু সিনান (৩), মা মর্জিনা বেগম (৭০), আলফাডাঙ্গার হিদাডাঙ্গা গ্রামের মৃত আলেক সরদারের স্ত্রী শুকুরুন্নেছা (৯৫), আলফাডাঙ্গা উপজেলার চর সরাইল গ্রামের তবিবুর খান (৫৫), আলফাডাঙ্গার বেজিডাঙ্গা গ্রামের সোনিয়া বেগম (৩৫), জাহানারা বেগম (৪৫), শিশু নুরানী (৮), হিদাডাঙ্গা গ্রামের কোহিনুর বেগম (৬০), বোয়ালমারীর কুমড়াইল গ্রামের ইকবাল শেখ (৩০) ও বোয়ালমারীর শেখর ইউনিয়নের কুমড়াইল গ্রামের সুর্য্য বেগম (৪৫) এবং পিকআপের ড্রাইভার আলফাডাঙ্গার কুসুমদি গ্রামের নজরুল ইসলাম (৪০)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলফাডাঙ্গা থেকে সকালে সিয়াম-সিনমুন নামের একটি পিকআপে করে ১৭ জন যাত্রী ফরিদপুরে আসছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরতলীর কানাইপুরের তেতুলতলা নামক এলাকায় ঢাকা থেকে মাগুরাগামী একটি দ্রুতগামী বাস পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। পরে হাসপাতালে নেবার পর মারা যান আরো ৩ জন। নিহতদের মধ্যে ৭ জন নারী, ৪ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে। এসময় ঘাতক বাসটির চালক ও হেলপার অন্য একটি গাড়িতে ওঠে পালিয়ে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ই জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দুর্ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজে অংশ নেন। এ সময় ঘটনাস্থল থেকে ১১ জনের লাশ এবং কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সুপার মোর্শেদ আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে জেলা ও হাইওয়ে পুলিশ উদ্ধার কাজে অংশ নেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিতে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি জানান, নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা এবং আহতদের ৩ লাখ টাকা দেওয়া হবে। এর পাশাপাশি লাশ দাফনের জন্য নগর ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

দুর্ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া হাইওয়ে পুলিশও আরেকটি তদন্ত কমিটি গঠন করবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ সুপার শাহিনূর আলম খান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে পড়ে নিহত ১৪

ভারতে মুম্বাইয়ের ঘাটকোপারে ধূলিঝড়ে শত ফুট উচ্চতার বিশালাকৃতির একটি বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ১৪ মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম

বিস্তারিত »

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাস্ট্রে অনুষ্ঠেয় আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৪ মে) মিরপুরে ১৫ সদস্যের এই স্কোয়াড

বিস্তারিত »

রাউজানে খেলতে গিয়ে পুকুরে ডুবে মারা গেল শিশু

চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মো. রোহান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে ইউনিয়নের মগদাই গ্রামের আলা মিয়া

বিস্তারিত »

দীর্ঘ দুই মাস পর ফিরলেন ২৩ নাবিক

দীর্ঘ দুই মাস প্রতীক্ষার পর দেশে ফিরে এসেছেন সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিক। মঙ্গলবার (১৪ মে) বিকেল পৌনে ৪টার দিকে এমভি

বিস্তারিত »

‘খেলাধুলা মানুষকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে’

নবনিযুক্ত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুচ বলেছেন, খেলাধুলা মনকে প্রফুল্ল রাখে, কাজের গতি বাড়ায়। মানুষকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে। সোমবার

বিস্তারিত »

কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ

সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে থেকে মুক্তির ঠিক ১ মাস পর ২৩ নাবিক নিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ। সোমবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার

বিস্তারিত »

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে অব্যাহতি

একযুগ পর নিজের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সের্গেই শোইগুকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শোইগুর জায়গায় দেশটির উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা আন্দ্রেই বেলোসভ নতুন প্রতিরক্ষামন্ত্রী

বিস্তারিত »

লংকান ফ্র্যাঞ্চাইজি লিগে আইকন মোস্তাফিজ

লংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসরে বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করেছে দেশটির ফ্র্যাঞ্চাইজি দল ডাম্বুলা থান্ডার্স। যদিও বা টুর্নামেন্টের

বিস্তারিত »

সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান রাউজানে

দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে চট্টগ্রামের রাউজানে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন ও হাইওয়ে থানা পুলিশ। রোববার (১২ মে) বিকেলে পৌরসভার জলিলনগর এলাকায় এ অভিযান

বিস্তারিত »