খাদিজাতুল আনোয়ার সনি এমপি বলেছেন, দেশের ক্রমবর্ধমান প্রাণিজ আমিষের চাহিদা পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব বাংলাদেশের টেকসই উন্নয়ন অগ্রযাত্রায় ও আর্থসামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ অধিদপ্তর অভাবনীয় সাফল্য অর্জন করেছে
বৃহস্পতিবার (২৮ মার্চ) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় আয়োজিত ডেইরি ফার্মে দুগ্ধ মেশিন বিতরণ, ভ্রাম্যমাণ দুধ ও ডিম বিক্রয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কৃষি প্রধান বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, সুষম পুষ্টি, বেকার সমস্যার সমাধান ও আত্মকর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন, কৃষি জমির উর্বরতা, নারীর ক্ষমতায়ন এবং স্মৃতিশক্তি বিকশিত মেধাসম্পন্ন জাতি গঠনের জন্য অপরিহার্য খাত হলো প্রাণিসম্পদ।
দেশের ক্রমবর্ধমান প্রাণিজ আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে গবাদিপশু ও হাঁস-মুরগির টেকসই জাত উন্নয়ন এবং রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সূচিত পথ ধরে কাজ করে যাচ্ছে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম, সহকারি কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, ফটিকছড়ির পৌরমেয়র আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভা মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যন সরওয়ার উদ্দিন চৌধুরী শাহীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সুচয়ন চৌধুরী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাজিম উদ্দীন প্রমুখ।