রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমেরিকার জনগণ তাঁদের নেতা হিসেবে যাঁকে বেছে নেবে, তাঁর সঙ্গেই রাশিয়া কাজ করবে। তিনি বলেন, রাশিয়া কোনো নির্বাচনে হস্তক্ষেপ করে না।
মঙ্গলবার (১২ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ এবং রাষ্ট্রীয় টেলিভিশন রসিয়া-১-কে দেওয়া এক সাক্ষাৎকারের বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।
সাক্ষাৎকারে পুতিন জানান, রাশিয়া–ইউক্রেন যুদ্ধকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষিতে পারমাণবিক অস্ত্রের ব্যবহারে তাঁর দেশ প্রস্তুত।
আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘আমরা কোনোভাবেই কোনো নির্বাচনে হস্তক্ষেপ করি না এবং আমি আগেও অনেকবার বলেছি, যুক্তরাষ্ট্রের জনগণ, মার্কিন ভোটাররা যে নেতার ওপর আস্থা রাখবেন, তাঁর সঙ্গেই আমরা কাজ করব।’
রুশ প্রেসিডেন্টের দাবি, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি সহানুভূতি দেখানোয় পুতিনের সমালোচনা করেছিলেন।
সাক্ষাৎকারে পুতিন আরও বলেন, ‘সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া।’
প্রসঙ্গত, রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে বলে অভিযোগ করে আসছে আমেরিকা। তা ছাড়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করেও দুই দেশের মধ্যে টানাপড়েন চলছে। রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক এখন স্নায়ুযুদ্ধ–পরবর্তী সময়ের সবচেয়ে সংকটপূর্ণ অবস্থায় রয়েছে।
অন্যদিকে, রাশিয়ায় ১৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচন হবে। নির্বাচনে পুতিনের জয় অনেকটাই নিশ্চিত।