চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ। যিনি অনিয়মকে নিয়মে পরিণত করে দিনের পর দিন নিজের স্বেচ্ছাচারিতায় কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। অবশেষে ৩ মার্চ তাকে বদলি করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণের জন্য এক প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
জানা যায়, স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথের বিরুদ্ধে নানা অনিয়মের বিষয়ে একাধিকবার তদন্ত কমিটি গঠিত হয়। তবে এসব তদন্তে অনিয়মের সত্যতা মিললেও সাবেক সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরীর আশ্রয় প্রশ্রয়ে থাকার কারণে বারবার বদলির আদেশ স্থগিত রেখে দিনের পর দিন বহাল তবিয়তে থাকেন তিনি।
এছাড়া এ স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে করোনা ভ্যাক্সিন বিক্রি, করোনা টিকা বিতরণকারী সেচ্ছাসেবীদের টাকা আত্মসাৎ, বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ ভুয়া ভাউচারে নিজের পকেটে ঢুকানো সহ নানা অনিয়ম সেচ্ছাচারিতাসহ একাধিক অভিযোগ রয়েছে।
গত বছরের ২৭ এপ্রিল তার বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল। এতে তিনি উল্লেখ করেন, দুই লাখ বাসিন্দার পটিয়া পৌরসভায় একটি মাত্র কেন্দ্রে কোভিড-১৯ টিকা দেওয়া সম্ভব ছিল না। তাই কেন্দ্র বৃদ্ধির কথা জানালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তা কর্ণপাত করেননি। পরে উচ্চ মহলের সঙ্গে আলাপ করে পৌরসভায় নয়টি কেন্দ্র স্থাপন করা হয়। ওয়ারেন্ট অব প্রেসিডেন্ট রুল না মেনে পৌরসভার সম্মান ক্ষুণ্ণ করেছেন তিনি।
এছাড়া কোভিড-১৯ টিকার দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবী, গ্রামপুলিশ, আনসারদের জন্য আসা সরকারি বরাদ্দের টাকাও আত্মসাৎ করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, করোনার ঝুঁকিতে থাকা মেয়র আইয়ুব বাবুলের পরিবারের সদস্যদের টিকা দিতে বললে বিভিন্ন অজুহাতে বাবুল ও তার পরিবারকে করোনার টিকা দেননি ডা. সব্যসাচী। পরে লাইনে দাঁড়িয়ে তিনি টিকা নিয়েছেন। এছাড়া বাবুলের একমাত্র ছেলে আতিক শাহরিয়ার মাহির ১৮ বছর পূর্ণ হলেও বারবার অনুরোধের পরও ছেলের টিকার ব্যবস্থা করেননি ওই স্বাস্থ্য কর্মকর্তা। পরিশেষে বাবুলের একমাত্র ছেলে কোভিডে আক্রান্ত হয়ে মারা যায়।
সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারী স্বাস্থ্য বিভাগের সচিব বরাবরে ব্যবস্থা নেওয়ার জন্য একটি চিঠি দেওয়া হয়। এ চিঠি আমলে নিয়ে তাকে ৩ মার্চ বদলির আদেশ দেন স্বাস্থ্য বিভাগ।এদিকে এই স্বাস্থ্য কর্মকর্তার বদলির খবর শুনে স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পৌর মেয়র আইয়ুব বাবুল।