বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক, ১৪৩২, ৩০ রবিউস সানি, ১৪৪৭

ভারতে স্প্যানিশ পর্যটককে গণধর্ষণ, দেশজুড়ে প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডে ব্রাজিল-স্প্যানিশ দ্বৈত নাগরিক ২৮ বছর বয়সী এক নারী পর্যটককে গণধর্ষণের অভিযোগে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। শুক্রবার(১ মার্চ) স্বামীসহ মোটরবাইক সফরে আসা ওই নারী ও ঝাড়খন্ডের দুমকায় রাত কাটানোর সিদ্ধান্ত নেন। সেই সময় সাতজন যুবক তাদের তাবুতে আক্রমণ চালায় এবং ওই নারীকে গণধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

ওই সময় তাদের দুজনকে মারধরও করা হয় বলে জানিয়েছে ওই যুগল। এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ডেপুটি কমিশনার অঞ্জনেউলু ডোড্ডে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমরা একটি দ্রুত তদন্ত করেছি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে, আমরা তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছি। আমরা দ্রুত বিচারের জন্য চেষ্টা করব।

ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন ঘটনাটির নিন্দা জানিয়েছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে। অভিযুক্তরা দ্রুত শাস্তি পাবে।

ঝাড়খন্ড হাই কোর্ট এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছে।

গণধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। সরব হয়েছেন সমাজকর্মী, মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষেরা।

সমাজকর্মী শবনম হাসমি বলেন, নারীদের উপর নির্যাতনের ঘটনা উত্তরোত্তর বেড়ে চলেছে। ওই দম্পতি এর আগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরেছেন, এবং ভারতে এসে তাদের এ জাতীয় ভয়ঙ্কর ঘটনার শিকার হতে হচ্ছে, এটা খুবই দুঃখজনক।

বিশেষ কিছু লুঠ করেনি, ওরা আমাকে ধর্ষণই করতে চেয়েছিল
ওই পর্যটক যুগল বিশ্বভ্রমণের ইচ্ছা নিয়ে ইতিমধ্যে ৬৩টি দেশ ঘুরেছেন। ভারতে এসেছিলেন সেই ইচ্ছা নিয়েই। গত কয়েক মাস ধরে কাশ্মীর, উত্তর প্রদেশসহ একাধিক রাজ্যে ভ্রমণ করেছেন। ঝাড়খন্ড থেকে বিহার হয়ে নেপালে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। শুক্রবার রাতে ঝাড়খন্ডের হাঁসডিহা গ্রামের কাছে একটি নির্জন এলাকায় তাঁবু খাটিয়ে বিশ্রাম করার সিদ্ধান্ত নেন তারা। সেই সময় তাদের উপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ।

ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন ওই পর্যটক দম্পতি। ওই পোস্টে তিনি বলেছিলেন, সাতজন মিলে আমাকে ধর্ষণ করেছে। আমাদের মারধর করেছে, ছিনতাই করেছে, যদিও বেশি কিছু নেয়নি ওরা। কারণ ওরা আমাকে ধর্ষণই করতে চেয়েছিল। তাদের ব্যাপক মারধর করা হয় এবং মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ জানিয়েছেন।

ওই নারীর স্বামীও একটি পোস্ট করেন, যেখানে তিনি বলেছিলেন, আমার মুখ নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার সঙ্গীর পরিস্থিতি আমার চেয়েও বেশি খারাপ। ওরা (অভিযুক্তরা) আমার মাথায় হেলমেট দিয়ে আঘাত করেছে, পাথর দিয়েও মেরেছে। সৌভাগ্যক্রমে ও (নির্যাতিতা নারী) জ্যাকেট পরেছিল, যার ফলে আঘাতের তীব্রতা কিছুটা কম।

এই ভিডিওগুলি অবশ্য পরে মুছে ফেলেন ওই দম্পতি এবং জানান, পুলিশি তদন্তে যাতে কোনও প্রভাব না পড়ে, তাই এই সিদ্ধান্ত।

দুমকার পুলিশ সুপার পীতাম্বর সিং খেরওয়ার সাংবাদিকদের জানিয়েছেন, ওই দম্পতি টহলরত একটি পুলিশ ভ্যানকে থামিয়ে ঘটনার কথা জানানোর চেষ্টা করেন। কিন্তু প্রাথমিকভাবে ভাষা অন্তরায় হয়ে দাঁড়ায়।

তবে টহলরত পুলিশকর্মীরা বুঝতে পারেন যে ওই বিদেশী দম্পতি আহত। তাদের ওই ভ্যানে করেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

পীতাম্বর সিং সংবাদমাধ্যমকে বলেন, ওই দম্পতি ইংরেজি ও স্প্যানিশ ভাষার মিশ্রণে কথা বলছিলেন, তাই টহলদারি দল প্রথমে তাদের কথা বুঝতে পারেনি। কিন্তু ওই পর্যটকেরা আহত বুঝতে পারায় তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে, চিকিৎসকের কাছে গণধর্ষণের বিষয়টি জানান ওই দম্পতি।

দেশজুড়ে ঘটনার প্রতিবাদ
ভারতে ব্রাজিলের দূতাবাস বিবিসিকে জানিয়েছে, ওই নারী ও তার স্বামী গুরুতর অপরাধমূলক হামলার শিকার হয়েছেন। দূতাবাসের তরফে জানানো হয়েছে, তারা ওই নারী ও স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি স্প্যানিশ দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছে, কারণ ওই দম্পতি স্প্যানিশ পাসপোর্ট ব্যবহার করে ভারতে প্রবেশ করেছিলেন।

ব্রাজিলিয়ান দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, স্প্যানিশ দূতাবাস জানিয়েছে তাদের তরফে আক্রান্ত ওই দম্পতিকে সমস্ত রকম সহায়তার প্রস্তাব দেওয়া হলেও তারা তা নেননি। কারণ ভারত সরকারের তরফ থেকে ইতিমধ্যে তাদের সাহায্য করা হচ্ছে। এই বিষয়টির উপর ব্রাজিলিয়ান দূতাবাস লক্ষ্য রাখবে বলেও জানানো হয়েছে।

ভারতে অবস্থিত স্প্যানিশ দূতাবাসের পক্ষ থেকে এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) একটি পোস্টে বলা হয়, বিশ্বের সর্বত্র নারীর উপর সহিংসতা বন্ধ করার অঙ্গীকারে আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া দরকার।

ইতিমধ্যে এই ঘটনাকে ঘিরে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। মানবাধিকার কর্মী এবং সংগঠনগুলি সোচ্চার হয়েছে। ভারতের জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা ওই নির্যাতিতার সঙ্গে দেখা করে, সমস্ত রকমের সহায়তার আশ্বাস দেন।

দেশের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন। সমাজকর্মী শবনম হাসমি বলেন, সন্ত্রাস কিন্তু একটা হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। এটা দেশের পক্ষে সত্যিই খারাপ। সমাজে যদি নারীরা নিরাপদ না হন, তার চেয়ে বেশি লজ্জার আর কী থাকতে পারে?

গত কয়েক বছরে বিদেশি পর্যটকদের উপর নির্যাতন ও যৌন হিংসার ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি। এই ঘটনা তো নতুন নয়। এর আগেও নারী পর্যটকদের উপর যৌন হিংসার ঘটনা ঘটেছে। বিশ্ব দরবারে ভারতকে কালিমালিপ্ত করেছে এই ঘটনা। আর দুঃখের বিষয় হল দেশের নারীরাও তো নিরাপদ নন, বলেছেন তিনি।

একই কথা শোনা গিয়েছে মানবাধিকার আন্দোলনের কর্মী আলতাফ আহমেদের মুখে।

মানবাধিকার সংঠন এপিডিআর এর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মি আহ্মেদ বলেন, “অত্যন্ত নিন্দাজনক ঘটনা এটা। নারীদের পক্ষে নিরাপত্তাহীন হয়ে উঠছে। ভিন্ন দেশের পর্যটককে এখানে এসে হেনস্থা হতে হচ্ছে এর চেয়ে বেশি দুঃখজনক আর কী হতে পারে! রাষ্ট্র নিজেদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে পারছে না। ভিন্ন দেশ থেকে আসা পর্যটকদেরও নিরাপত্তা দিতে পারছে না। দেশে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে কিন্তু সরকার নির্বিকার!”

সৌজন্যে- বিবিসি বাংলা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের বন্দর থানার এলাকা থেকে শামীম মাসুদ (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত  রোববার (১৯ অক্টোবর) থানার বে-টার্মিনাল এলাকা থেকে

বিস্তারিত »

শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে দাবি না মানলে বুধবার পদযাত্রা ঘোষণা

  অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ মোট পাঁচটি দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী

বিস্তারিত »

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমি চাই চট্টগ্রাম হোক একটি ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি, যেখানে সব ধর্ম, বর্ণ ও

বিস্তারিত »

চট্টগ্রামে পৌঁছেছে ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর লাশ

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গত শনিবার (১৮ অক্টোবর)

বিস্তারিত »

আজকের কন্যাশিশু ভবিষ্যতের নোবেল বিজয়ী

একসময় কন্যা শিশুকে পরিবারে বোঝা মনে করা হতো। কন্যা শিশু জন্ম নিলে মানুষের মুখে ফুটে উঠতো অসন্তুষ্টি। তবে সময়ের সঙ্গে এই কন্যাশিশুরাই বড় হয়ে নিজ

বিস্তারিত »

মাছ-মাংসের বাজারে অদৃশ্য সিন্ডিকেট, মধ্যবিত্তের হাঁসফাঁস

রাজধানীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে প্রতিদিনই বাড়ছে জিনিসপত্রের দাম। কোনো এক পণ্যের দাম কিছুটা কমলেই, সঙ্গে সঙ্গেই বেড়ে যায় অন্যটির। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে মাছ-মুরগির

বিস্তারিত »

ছাবের ভাই নেই : চট্টগ্রামের রাজনৈতিক গগনের দেদীপ্যমান সূর্য ডুবে গেল

গতকাল বিকেল ৪ টার দিকে নগরীর গোলপাহাড়স্থ রয়েল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। ছাবের ভাই দীর্ঘদিন থেকে গুরুতর রোগে

বিস্তারিত »

রাউজানে বাসচাপায় হেফাজত নেতার মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ হাটহাজারীতে

চট্টগ্রামের রাউজান উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাওলানা সোহেল চৌধুরী (৫০) নামে হেফাজতে ইসলাম বাংলাদেশের এক কেন্দ্রীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সংগঠনের নেতাকর্মীরা বুধবার (৮

বিস্তারিত »

কাতারকে যে কোনো মূল্যে রক্ষার আদেশ ট্রাম্পের, কী প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যে?

বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন ক্ষুদ্র জ্বালানি-সমৃদ্ধ এই দেশটির ওপর যেকোনো সশস্ত্র আক্রমণকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে দেখবে। যুক্তরাষ্ট্র কাতার রাষ্ট্রের স্বার্থ রক্ষা এবং শান্তি

বিস্তারিত »