শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র, ১৪৩২, ২৭ সফর, ১৪৪৭

জাকেরের ঝড়ো ব্যাটিংয়ের পরও ৩ রানে হারলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩ রানে হেরেছে টাইগাররা। সোমবার (৫ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিস ও সাদেরা সামারাবিক্রমার হাফ সেঞ্চুরি এবং শেষ দিকে চারিথ আসালঙ্কার ঝড়ো ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে ২০৬ রানের বিশাল সংগ্রহ দাড় করায় শ্রীলঙ্কা। জবাবে মাহমুদউল্লাহ অর্ধশতকের পর তরুণ সেনসেশান জাকের আলী অনিকের ঝড়ো ৬৮ রানেও হার এড়াতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২০৩ রানে থামে টাইগাররা।

লক্ষ্য তাড়া করতে নেমে অ্যাঞ্জেলো ম্যাথিউসের করা প্রথম ওভারেই ফিরে যান লিটন দাস। ইনিংসের তৃতীয় বলে উইকেটের পেছনে কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে শূন্য রানেই ফেরেন এই ওপেনার। চতুর্থ ওভারে ফিরে যান সৌম্য সরকারও। বিনুরা ফার্নান্দোর করা বলে মিড অফে উড়িয়ে মারতে গিয়ে চারিথ আসালাঙ্কার তালুবন্দি হন সৌম্য। ফেরার আগে করেন ১১ বলে ১২ রান। ৩০ রানের মধ্যে নিজেদের তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ছক্কা মেরে ইনিংস শুরু করা তাওহিদ হৃদয়ও ম্যাথিউসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান। তার ব্যাটে আসে ৫ বলে ৮ রান।

নবম ওভারে ফিরে যান নাজমুল হোসেন শান্তও। বাংলাদেশের অধিনায়ক ২২ বলে ২০ রান করে মাথিশা পাথিরানার বলে ফিরে যান। স্কয়ার লেগে শান্তর ক্যাচটিও ধরেন ম্যাথিউস। বাংলাদেশের রান তাড়ার মিশনটি ভালোভাবে শুরু হয় ৬৮ রানে চার উইকেট যাওয়ার পর। তাণ্ডবের শুরুটা করেন মাহমুদউল্লাহ রিয়াদ। জাকের আলী অনিকের সঙ্গে জুটি গড়েন ৪৭ রানের। এই জুটিতে মাত্র ২৭ বলে হাফ সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ। যদিও আগ্রাসী ভঙ্গিমায় খেলতে খেলতে মাহিশ থিকশানার বলে ফিরে যান তিনি।

৩১ বলে দু’টি চার ও চারটি ছক্কায় ৫৪ আসে তার ব্যাটে। লং অনে ক্যাচ দিয়ে মাহমুদউল্লাহ ফেরার পর বাংলাদেশের হাল ধরেন জাকের। শেখ মেহেদীর সঙ্গে চটজলদি ৬৫ রানের জুটি গড়েন তিনি। এই জুটিতে অবশ্য জাকেরের অবদানই বেশি। তবে দলীয় ১৮০ রানে ফিরে যাওয়ার আগে মেহেদীর ১১ বলে ১৬ রানের ইনিংসটিও বাংলাদেশকে প্রেরণা দেয়। শেষ ওভারে ফিরে যাওয়ার আগে ৩৪ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ৬৮ রান করেন জাকের। শেষ বলে জয়ের জন্য ৫ রান প্রয়োজন হলে মাত্র ১ রান নিতে সমর্থ্য হন স্ট্রাইকে থাকা তাসকিন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০৩ রানে আটকে যায় টাইগাররা।

এর আগে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় বলেই আভিস্কা ফার্নান্দোকে প্যাভিলিয়নে ফেরান শরিফুল ইসলাম। তার অফ সাইডের বল কাভার অঞ্চলে ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের তালুবন্দি হন ৪ রান করা লঙ্কান এই ওপেনার।

পঞ্চম ওভারে বাংলাদেশকে আবারও ব্রেক’থ্রু এনে দেন তাসকিন আহমেদ। তার অফসাইডের বাইরে করা বলটিকে উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দেন কামিন্দু মেন্ডিস। তার বলে আসে ১৪ বলে ১৯ রানের ইনিংস। ৩৭ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে লঙ্কানরা। তবে ৩য় উইকেট জুটিতে কুশল মেন্ডিস এবং সাদিরা সামাবিক্রমা বিপর্যয় সামাল দেন।

এই জুটি গড়ার পথে হাফ সেঞ্চুরি করেন মেন্ডিস। তাদের ৯৬ রানের জুটি ভাঙেন রিশাদ হোসেন। তাকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে মাহমুদউল্লাহ রিয়াদের নিয়ন্ত্রিত ক্যাচে মাঠ ছাড়েন মেন্ডিস। ৩৬ বলে ছয়টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৫৯ রান করেন এই ওপেনার। এরপর সাদিরা সামারাবিক্রমা এবং ভারপ্রাপ্ত অধিনায়ক চারিথ আসালাঙ্কার ব্যাটে এগিয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে হাফ সেঞ্চুরি তুলে নেন সামাবিক্রমাও। এই জুটিতে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি।

শেষ পর্যন্ত ৪৮ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন সামারাবিক্রমা। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই তার সর্বোচ্চ রান। আরেকপ্রান্তে ২১ বলে ছয়টি ছক্কায় ৪৪ রানে অপরাজিত ছিলেন আসালাঙ্কা। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও রিশাদ হোসাইন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হলেন পূর্বকোণ সম্পাদক ডা. রমিজ

প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরীসহ ১২ জন বিশিষ্ট ব্যক্তি। সোমবার (২৮ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে

বিস্তারিত »

বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ বীর প্রতীক এর মৃত্যুতে গভীর

সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে

বিস্তারিত »

ফারুক-ই-আজম বীর প্রতীক : জাতীয় বীর থেকে জাতীয় উপদেষ্টা

৭১-এর ১৫ আগস্ট রাতে চট্টগ্রাম বন্দরে কেয়ামত নেমে এসেছিলো। সে রাতে মুক্তিবাহিনীর নৌ কমান্ডোরা বন্দরে অবস্থানরত পাকিস্তানি জাহাজগুলিতে মাইন লাগিয়েছিলো এবং বিকট শব্দে সেগুলি একের

বিস্তারিত »

আলবিদা ২০২৪

২০০৭ সালে মুক্তি পাওয়া লাইফ ইন এ মেট্রো ছবির আলবিদা শিরোনামের গানের লাইন এটি। (উল্লেখ্য বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী জেমসের গাওয়া)। সত্যিই তো আর মাত্র

বিস্তারিত »

‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না’

সংস্কারের কারণে দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয়

বিস্তারিত »

সচিবালয়ে প্রবেশ: সাময়িক অসুবিধায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চায় সরকার

সচিবালয়ে প্রবেশ ইস্যুতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে সরকার। শনিবার (২৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভয়াবহ

বিস্তারিত »

স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ গৃহবধূ নাজমা আর নেই

চন্দনাইশে স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ গৃহবধূ নাজমা মারা গেছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমা মারা যায়

বিস্তারিত »

হাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সেই সঙ্গে

বিস্তারিত »

জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত

২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছিল হাই কোর্ট। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত

বিস্তারিত »