বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগে শুভসূচনা করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। শনিবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে ফ্রেন্ডস ক্লাবকে ছয় উইকেটে সহজে হারিয়েছে দলটি। নগরের এম এ আজিজ স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০৪ রান সংগ্রহ করে ফ্রেন্ডস ক্লাব। জবাবে ৪৭.১ ওভারে জয় তুলে নেয় মুক্তিযোদ্ধা।
শনিবার সকালে টসভাগ্য জিতে প্রতিপক্ষ ফ্রেন্ডস ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় মুক্তিযোদ্ধা। ব্যাট করতে নেমে দুই ওপেনার দলকে দারুণ সূচনা এনে দিয়েছিল ফ্রেন্ডস ক্লাবকে। উদ্বোধনী জুটিতে পেয়ার মোহাম্মদ সৌরভ ও মফিজুল ইসলাম রবিন মিলে ৫৪ রান তোলেন। ১৮ রান করা রবিন জাওয়াদের বলে ফিরলে জুটি ভাঙ্গে। এরপর সৌরভকে আর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি সৌরভ। ৭০ রানের মাথায় তাকেও ফেরান জাওয়াদ। ৫৫ বলে ৪৪ রান করেন এই ওপেনার। এরপর বলতে গেলে ফ্রেন্ডস ক্লাবের পক্ষে একাই লড়াই করেন উদয় ভুঁইয়া। খেলেছেন ৯২ বলে ৮৬ রানের অপরাজিত এক ইনিংস। যার উপর ভর করে ২০৪ রান সংগ্রহ করে ফ্রেন্ডস ক্লাব। অন্যদের মধ্যে আকিব আলি ১৭, ফারদিন খান ১২ রান করেন। মুক্তিযোদ্ধার হয়ে ২টি করে উইকেট শিকার করেন শহীদুল ও জাওয়াদ।
২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলকে ৬৮ রানের জুটি উপহার মুক্তিযোদ্ধার দুই ওপেনার ইফতি এবং আল আমিন। ৩০ রান করা ইফতি প্রতিপক্ষের বোলার আহরারের বলে ফিরলে ভাঙ্গে এ জুটি। দ্বিতীয় উইকেটে আল আমিন এবং রাফসান মিলে যোগ করেন আরো ৬৯ রান। ৫০ বলে ৫চার ও এক ছক্কায় ৪২ রান করেন রাফসান। এরপর অধিনায়ক সাজ্জাদুল হক রিপন এসে যোগ দেন আল আমিনের সাথে। তবে এ দুজন ১৯ রানের বেশি যোগ করতে পারেননি। নিজের হাফ সেঞ্চুরি তুলে নেওয়া আল আমিন ১০৫ বলে ৫টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৬৪ রান করে ফিরেন আল আমিন। হাফ সেঞ্চুরির কাছে গিয়ে ফিরেন রিপনও। ৫০ বলে ৪২ রানের ইনিংসটিতে ২টি চার এবং ৩টি ছক্কা মেরেছেন মুক্তিযোদ্ধা অধিনায়ক। এরপর ইমরুল এবং ইনজামাম মিলে ম্যাচ শেষ করে আসেন ১৭ বল এবং ৬ উইকেট হাতে রেখে। ইমরুল ১২ রানে এবং ইনজামাম ৬ রানে অপরাজিত ছিলেন।