খেলাধুলা মানসিক পরিবর্তন ঘটায় ও শারীরিক ফিটনেস ঠিক রাখে। খেলাধুলার মাধ্যমে বিশ্বকে জয় করা যায়। খেলাধুলার মাধ্যমে নেতৃত্ব অর্জন করা যায়। তবে মোবাইলে খেলা যাবে না খেলার মাঠে খেলতে হবে। পড়তে হবে আর খেলতে হবে- খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
শনিবার(২০ জানুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে তিনদিন ব্যাপি ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. কাশেম।
উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদের সভাপতিত্বে ও ১নং কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান জীবনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এখতার আলী, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, অনার্থ আশ্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল হক প্রমুখ।
আলোচনা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।