ঢাকা টেস্টে নিউজিল্যান্ডের স্পিনারদের ঘূর্ণিজাদুতে অল্প রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে জবাবে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে সেই ঘূর্ণিতে তাণ্ডব চালিয়েছে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামরা।
বুধবার (৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৭২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামলে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে। এরপর আলোক স্বল্পতার কারণে প্রথম দিনের খেলা ইতি টানেন আম্পায়াররা।
১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২০ রান সংগ্রহ করেন দুই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে। তবে দলীয় ২২ রানে এই দুই ব্যাটারকে হারায় নিউজিল্যান্ড। ১৪ বলে ১১ রান করে কনওয়ে ও ২০ বলে ৪ রান করে আউট হন লাথাম।
এরপর কিউই ব্যাটিং লাইনে ধস নামান মেহেদি হাসান মিরাজ। এরপর ২৪ রানের মধ্যে আরও তিন ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। ৫ উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করে দিন শেষ করেছে কিউইরা। মিরাজ ৩টি ও তাইজুল নিয়েছেন ২টি উইকেট।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে ২৯ রানের সূচনা এনে দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। এরপর ৪৭ রানের মধ্যে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
জয় ১৪ ও মোমিনুল হক ৫ রান করে নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেলের শিকার হন। জাকিরকে ৮ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ৯ রানে বিদায় করেন আরেক কিউই স্পিনার মিচেল স্যান্টনার।
চতুর্থ উইকেটে ৫৭ রান যোগ করে নিউজিল্যান্ডের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন।
প্রথম সেশনের পর ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিক। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হন তিনি।
ব্যক্তিগত ৩৫ রানে মুশফিক ফেরার পর, বিদায় নেন ৩১ রান করা শাহাদাত। এরপর মেহেদি হাসান মিরাজ ২০, নুরুল হাসান ৭, তাইজুল ইসলাম ৬ ও শেষ ব্যাটার শরিফুল ইসলাম ১০ রানে আউট হন। ৬৬ দশমিক ২ ওভারে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ।
নিউজিল্যান্ডের স্যান্টনার ও ফিলিপস ৩টি করে এবং প্যাটেল ২টি ও সাউদি ১টি উইকেট নেন।