মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক, ১৪৩২, ২৮ রবিউস সানি, ১৪৪৭

বাড়ি ফিরে গেলেন আরশি পুনর্বাসনকেন্দ্রে ভর্তি নোবেল

বিনোদন ডেস্ক

আলোচিত সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের সঙ্গে নাম জড়িয়ে বিতর্কের সৃষ্টি করা ফারজান আরশি তার গ্রামের বাড়ি খুলনায় ফিরে গেছেন। এদিকে দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ায় নোবেলকে পুনর্বাসনকেন্দ্রে (রিহ্যাব) ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে এই গায়কের পারিবারিক সূত্র।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নোবেলকে ঢাকার নিকটবর্তী একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। মাদকে আসক্ত, নানা বিতর্কিত ঘটনার জেরেই নোবেলকে রিহ্যাবে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি খুলনার একজন তরুণীকে বিয়ের দাবি জানান নোবেল। এরপর ওই তরুণী জানান, নোবেলকে বিয়ে করেননি তিনি। বরং তার ইচ্ছের বিরুদ্ধে বিভিন্ন কাণ্ড ঘটিয়েছেন এই গায়ক।

যদিও ওই তরুণীর স্বামীর দাবি, নিজের স্ত্রীকে নোবেলের কাছ থেকে ফিরিয়ে আনতে গিয়ে দেখেন দু’জন একসঙ্গে মাদক সেবন করছেন। এমনকি তার কাছে ফিরে আসতেও আপত্তি জানান স্ত্রী ফারজান আরশি।

এ ঘটনার পর ওই তরুণী এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, নোবেলের সাথে আমার বিয়ে হয়নি বা কোনো সম্পর্কও নেই। নোবেলের স্ত্রী সালসাবিল আপু এবং সে নিজেই বিষয়গুলো পরিষ্কার করে দিয়েছেন। যা আপনার বিভিন্ন নিউজে দেখতে পেয়েছেন। আমি যদি নিজের ইচ্ছায় নোবেলের কাছে চলে আসতাম তাহলে স্বামীর সঙ্গে থাকা সব ছবি-ভিডিও ডিলিট করে দিয়েই যেতাম।’

ফারজান আরশি আরও লেখেন, ‘আমি বাসা থেকে এক কাপড়ে বের হয়েছিলাম, যে নোবেলের সঙ্গে দেখা করে চলে আসব। আমার সাথে এক বান্ধবীও ছিল। অনেক ব্যাপার আছে যেটা আপনারা জানেন না। তাই দয়া করে কোনো উল্টাপাল্টা সংবাদ করবেন না।’

বর্তমানে নিজ বাসায় আছেন জানিয়ে আরশি বলেন, ‘আমি নিজের বাড়ি খুলনাতেই আছি। একটু সুস্থ হয়ে আজকেই লাইভে এসে সব বিষয় পরিষ্কার করব। নোবেলের সাথে আমার বিয়ে হয়নি। আমি এখনও নাদিম আহমেদের স্ত্রী। দয়কারে আমাকে সবাই একটু সময় দিন।’

সবশেষ ফারজানা আরশি লেখেন, ‘যারা আমাকে চেনেন তারা অন্তত বুঝবেন। দুইদিন আগে আমি আমার স্বামীকে নিয়ে ছবি তুলে পোস্ট করলাম, দুইদিনে এমন কী হলো সেটাই আমাকে বলতে দিবেন। যদি যাওয়ার ইচ্ছাই থাকতো তাহলে সবকিছু ডিলিট করে দিয়ে যেতাম।’

প্রসঙ্গত, ভারতের জি বাংলার সারেগামাপা মঞ্চ কাঁপিয়েছিলেন বাংলাদেশের ছেলে মাইনুল আহসান নোবেল। মনে হয়েছিল এই গায়কের হাত ধরেই দুই বাংলার সম্পর্ক আরো মজবুত হবে। কিন্তু হয়েছিল ঠিক তার উল্টো। সারেগামাপা মঞ্চ জিতে নেওয়ার পর দেশে ফিরে একের পর এক বিতর্কে জড়াতে শুরু করেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল।

কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি অশালীন মন্তব্য করে আবার কখনো নরেন্দ্র মোদিকে ছোট করে তুমুল সমালোচিত হন নোবেল। এই গায়কের বিরুদ্ধে অভিযোগ ওঠে আগাম টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ার, এমন কি ধর্ষণেরও। সোশ্যাল মিডিয়ায় বারবার অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন তিনি। তার এই অশালীন আচরণের সমালোচনা করেছিলেন প্রাক্তন স্ত্রীও।

একবার একটি কলেজের অনুষ্ঠানে নেশার ঘোরে স্টেজে উঠে গান গাইতে না পারায় দর্শকরা জুতোপেটাও করেছিলেন তাকে। রয়েছে অনুষ্ঠানে না গিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার দায়ও। প্রতিমাসে প্রায় ৪ লক্ষ টাকার মাদক সেবন করেন সংগীত শিল্পী নোবেল, এমনটাই অভিযোগ করেছিলেন নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিলের।

মদ্যপানের প্রতি তার এতটাই আসক্তি, কখনো মদ্যপান করে অসংলগ্ন কথা বলে বিতর্ক তৈরি করে ফেলেন কখনো আবার গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন। বারবার থাকতে হয় পুলিশি হেফাজতে। একবার ফেসবুক প্রোফাইল থেকে অশালীন মন্তব্য পোস্ট করতে দেখে যখন উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া তখন নোবেল বলেছিলেন তার পেজ হ্যাক হয়ে গেছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ার পর্দায় নিজেকে বারবার পাল্টে ফেলার দাবিও জানিয়েছিলেন গায়ক, কিন্তু তা হয়নি।এবার চতুর্থ বিয়ে করে সকলকে চমকে দিলেন তিনি।

নোবেলের প্রথম স্ত্রীর নাম ছিল রিমি। কিছু বছর পরেই বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর এক আত্মীয়ের মেয়েকে বিয়ে করেছিলেন নোবেল। কিন্তু সেই বিয়েও বেশিদিন টেকেনি। অবশেষে ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিলকে বিয়ে করেন তিনি। কিন্তু কিছু মাসের মধ্যেই দুজনের মধ্যে তিক্ততা তৈরি হয়। সিগারেট, মদ, গাঁজা সব কিছুরই নেশায় নিজেকে মত্ত করে ফেলেন নোবেল। নোবেলকে নেশার জগত থেকে ফিরিয়ে আনার বহু চেষ্টা করেন স্ত্রী, কিন্তু উল্টে কপালে জোটে শারীরিক নির্যাতন।

তৃতীয় বিবাহ বিচ্ছেদের পর ৬ মাস অতিক্রম হতে না হতেই ফের বিয়ে করার খবর রটে নোবেলের। এবার পাত্রী ফারজান আরশি। তিনি পেশায় একজন ফুড ব্লগার। তিনি খুলনার বাসিন্দা। আরশির এটি দ্বিতীয় বিয়ে।

এর আগে নাদিম আহমেদ নামে এক ফুড ব্লগারকে বিয়ে করেছিলেন তিনি। যদিও সেই ব্যক্তির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা তা জানা যায়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন স্ত্রীর সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি পোস্ট করে বিয়ের কথা জানান নোবেল। জানা গেছে, গায়কের স্ত্রীর নাম ফারজানা আরশি। খুলনার বাসিন্দা আরশির সঙ্গে সোশ্যাল মিডিয়া মারফতই পরিচয় হয় নোবেলের। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে দুজনে বেশ কিছুদিন ডেট করেছেন পরস্পরকে। যদিও এখন নোবেলের সাথে তার বিয়ে হয়নি বা কোনো সম্পর্কও নেই বলে দাবি করছেন ফারজানা আরশি।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে দাবি না মানলে বুধবার পদযাত্রা ঘোষণা

  অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ মোট পাঁচটি দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী

বিস্তারিত »

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সামান্থা

দীর্ঘদিনের প্রেম বিবাহ, এরপর হঠাৎ বিচ্ছেদ। দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি। প্রাক্তন স্বামী যখন নিজের

বিস্তারিত »

যাদের আপন ভাবি তারা আসলে বিষধর সাপ: পূর্ণিমা

এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয়ে অনিয়মিত হলেও তার রয়েছে আলাদা দর্শকপ্রিয়তা। বিশেষকরে, তার সৌন্দর্যের কারণে এখনও তিনি সমাদৃত। নিয়মিত আলোচনায় থাকেন

বিস্তারিত »

কহো না প্যায়ার হ্যায়’ থেকে কেন বাদ পড়েছিলেন কারিনা

বলিউডে রাকেশ রোশন মানেই এক অনন্য ব্যক্তিত্ব। তারই হাত ধরে নায়ক বনে যান ছেলে হৃতিক রোশন। ২০০০ সালে তার নির্মিত ‘কহো না প্যায়ার হ্যায়’ আজও

বিস্তারিত »

হলুদ শাড়িতে নজর কাড়লেন জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের রূপ ও ফ্যাশন সেন্সের জুড়ি নেই। বরাবরের মতো ফের রঙিন শাড়িতে ধরা দিয়ে ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী। সকাল সকাল

বিস্তারিত »

মৃত্যুবার্ষিকীতে আইয়ুব বাচ্চুকে নিয়ে স্ত্রীর আবেগঘন বার্তা

দেশীয় ব্যান্ড সংগীতের অন্যতম দিকপাল, গিটার জাদুকর, এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু। রুপালি গিটার ফেলে চলে গেছেন, কিন্তু আজও আইয়ুব বাচ্চু প্রাণবন্ত হয়ে আছেন ভক্তদের হৃদয়ে।

বিস্তারিত »

ইত্যাদির হানিফ সংকেত এবার কুড়িগ্রামে

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র নতুন পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুরে। অনুষ্ঠানটির এবারের আয়োজন সাজানো হয়েছে উত্তরাঞ্চলের কৃষ্টি, ঐতিহ্যসহ তথ্যসমৃদ্ধ নানা বিষয় নিয়ে।

বিস্তারিত »

ইধিকার বিয়ের নিয়ে যা বললেন

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের পর ভারতীয় বাংলা সিনেমায় নাম লেখান। সেখানে একের

বিস্তারিত »

দিন-সময় ভালো না চিন্তায় রয়েছি, কেন বললেন জাহিদ হাসান?

সামাজিকমাধ্যম ফেসবুক নিয়ে হয়রানি, বিব্রত হওয়ার মতো ঘটনা প্রায়ই ঘটে। এবার ভুয়া ফেসবুক আইডি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ভক্ত ও সহকর্মীদের

বিস্তারিত »