হযরত শামসুল ওলামা মৌলভী নাদের আলী শাহ (র.) এর বার্ষিক ওরশ ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল গত ১০ অক্টোবর ৩৮নং ওয়ার্ড দক্ষিণ-মধ্যম হালিশহর-এর শেখ হাজি আবদুল আলী মালুম বাড়িতে যথাযথ ভাবগাম্ভীর্য সহকারে উদযাপিত হয়েছেন। দুপুরে জোহরের নামাজের পর খতমে কোরআন ও খতমে তাহলীল খাজেগান এবং মাগরিবের পর মিলাদ মাহফিল ও এশার নামাজের পর তবরুক বিতরণ করা হয়।
মিলাদ মাহফিলে ওয়াজ করেন-মওলানা হাসান শরীফ নূরী, মওলানা আবু বক্কর সিদ্দিকী ও হাফেজ নুরুল আজিম। ওরশ ও মিলাদ মাহফিল আয়োজনে পৃষ্ঠপোষকতা দান করেন-বিশিষ্ট শিপিং ব্যবসায়ী এম ইউ এম আবুল হোসেন ও লায়ন শাহজাহান শরীফ এবং অংশগ্রহণ করেন আলহাজ এজাহার মিয়া-প্রকাশ মাইক এজাহার, মোতোয়াল্লী মোহাম্মদ মহসিন মুরাদ, ওহাদিুল আলম, রেজাউল করিম, সাইফুদ্দিন রাসেল, ইয়াসির আরাফাত, সেলিম রেজা ও মো.রায়হান মুরাদ।