খাগড়াছড়িতে বেড়াতে এসে আয়ুব মনছুর নামে এক মোটরসাইকেল আরোহী পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নাঈম হোসেন আরও একজন।
সোমবার (২৪ জুন) দুপুর ২ টার দিকে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের খাগড়াছড়ি সদরের গুগড়াছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়ুব মনছুর ফেনী লস্করহাটের বাসিন্দা। আহত নাঈম হোসেনও এক জেলার। তবে তার বাড়ি ছাগলনাইয়া।
জানা যায়, আয়ুব মনছুর ও নাঈম হোসেন নিজেদের মোটরসাইকেল নিয়ে সাজেক পর্যটন কেন্দ্র থেকে ঘুরে খাগড়াছড়ি হয়ে রাঙামাটি যাচ্ছিল। সড়কের গুগড়াছড়ি এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে চাঁদের গাড়ির সংঘর্ষ হলে নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে পড়ে যায়। আহত অবস্থায় দুজনকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আয়ুব মনছুর মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক মো. রিযাজ উদ্দিন জানান, নিহতের পরিবারে খবর দেয়া হয়েছে। তারা আসার পর আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।