চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের নবর্বিাচিত কার্যকরী কমিটির অভিষেক ও ইফতার মাহফিল মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে বৃহস্পতিবার (২৮ মার্চ) চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক আলী প্রয়াস-এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক ড. মোহীত উল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, সাংবাদিক-সাহিত্যিক রাশেদ রউফ, গবেষক মুহাম্মদ শামসুল হক, সিটি মেয়রের একান্ত সহকারী ও উপসচিব আবুল হাসেম, কমিশনার ড. নিছার উদ্দিন আহমেদ মন্জু, সাংবাদিক কামরুল হাসান বাদল, প্রকাশক মহিউদ্দিন শাহ আলম নিপু, গবেষক ও প্রকাশক জামাল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি নবাগত কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, প্রকাশনা শিল্পের বিকাশের মাধ্যমে প্রকাশকরা জাতি গঠনে প্রত্যক্ষ অবদান রেখে আসছে। চট্টগ্রামে বৃহত্তর পরিসরে বইমেলা আয়োজনেও সৃজনশীল প্রকাশক পরিষদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও বলেন, লেখক-প্রকাশক-পাঠকের সুসম্পর্ক ও সমন্বয়ের ভিত্তিতে এ শিল্পের বিকাশমান ধারা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ডা. মাহফুজুর রহমান। এতে পরিষদের সিনিয়র সহ-সভাপতি রেহেনা চৌধুরী, সহ-সভাপতি মিজানুর রহমান শামীম, কোষাধ্যক্ষ মো. সোহেল রানা, প্রকাশক নুরুল আবসারসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিষেক শেষে নগরের এক রেস্টুরেন্টে ইফতারে অংশ নেন।