ভারতীয় অর্থনীতিবিদ নোবেলজয়ী অমর্ত্য সেন মারা গেছেন বলে একটি গুজব ছড়িয়েছে। টাইমস অব ইন্ডিয়া, ডেকান হেরাল্ডসহ অনেক ভারতীয় সংবাদমাধ্যমে মঙ্গলবার (১০ আগস্ট) খবর প্রকাশ করা হয়— নোবেলজয়ী অমর্ত্য সেন মারা গেছেন।
কিন্তু পরবর্তীতে জানা যায়, তার মৃত্যুর খবরটি গুজব এবং ক্লাউডিয়ার যে অ্যাকাউন্ট থেকে মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে; সেটি একটি ভুয়া অ্যাকাউন্ট।
দ্রুত গতিতে অমর্ত্য সেনের মৃত্যুর খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে তার মেয়ে নন্দনার সঙ্গে যোগাযোগ করে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার।
নন্দনা আনন্দবাজারকে জানিয়েছেন, সোমবারও তিনি তার বাবার সঙ্গে সময় কাটিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি অনুরোধ করছি, এসব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভালো আছেন, সুস্থ আছেন। আমি কাল (সোমবার) রাত পর্যন্ত তার সঙ্গেই ছিলাম।’
আনন্দবাজার জানিয়েছে, অমর্ত্য সেন বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে অবস্থান করছেন। অপরদিকে নন্দনা রয়েছেন নিউইয়র্কে।








