রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক, ১৪৩২, ২৬ রবিউস সানি, ১৪৪৭

পরমাণু শক্তির ক্লাবে বাংলাদেশ

মুক্তি ৭১ ডেস্ক

রাশিয়ার কাছ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ফ্রেস নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম পেল বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়াল উপস্থিতিতে বাংলাদেশের কাছে ইউরেনিয়াম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে রাশিয়া। এর মাধ্যমে বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ।

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টায় ঈশ্বরদীর রূপপুরের প্ল্যান্ট সাইটে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গণভবন প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে পারমাণবিক জ্বালানির সনদ তুলে দেন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।

‘বাংলাদেশ পরীক্ষিত বন্ধু’
অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে বাংলাদেশকে রাশিয়ার পরীক্ষিত বন্ধু বলে অবিহিত করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আশা করেন, এই প্রকল্পটি বাংলাদেশের দ্রুত বর্ধমান অর্থনীতির চাহিদা মেটাবে।

পুতিন বলেন, ‘বাংলাদেশ আমাদের পরীক্ষিত বন্ধু। গত বছর আমরা আমাদের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করেছি।’

প্রধানমন্ত্রীর প্রশংসা করে পুতিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার কাজ সম্মানের সাথে এগিয়ে নিচ্ছেন।’

বাংলাদেশ আমাদের পরীক্ষিত বন্ধু: পুতিনবাংলাদেশ আমাদের পরীক্ষিত বন্ধু: পুতিন
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির যতদিন থাকবে রাশিয়া এটি পরিচালনায় সহযোগিতা অব্যাহত রাখবে বলেও প্রতিশ্রুতি দেন পুতিন। তিনি বলেন, ‘রোসাটম ২০১৩ সালে এটির নির্মাণ শুরু করে। আমি জোর দিয়ে বলছি, এটির নির্মাণ থেকে শুরু করে পুরো মেয়াদে আমরা সাথে আছি। শুধু নির্মাণই নয়, পুরো লাইফ সার্কেলে আমরা পাশে থাকব।’

রাশিয়ান প্রেসিডেন্ট বলেন, ‘এখানে দুইটি ইউনিট থেকে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। প্রথম ইউনিট থেকে ২০২৪ আর দ্বিতিয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে ২০২৬ সালে। এটি বাংলাদেশের ১০ শতাংশ বিদ্যুতের চাহিদা মেটাবে। এটি একটি বড় সংখ্যা। এই কেন্দ্র বাংলাদেশের দ্রুতবর্ধমান অর্থনীতির চাহিদা মেটাবে এবং বিদ্যুৎ উৎপাদনে কয়লা নির্ভরতা কমাবে। কার্বন নির্গমন কমাবে। এটি সার্বিকভাবে পরিবেশের জন্য ভালো ফল বয়ে আনবে।’

‘পারমাণবিক কেন্দ্রের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করব’
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই প্রকল্প বাস্তবায়নের জন্য রাশিয়া ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।

শেখ হাসিনা বলেন, ‘জনগণের জন্য আজ গর্ব ও আনন্দের দিন। রাশিয়ান ফেডারেশন ও জনগণকে কৃতজ্ঞতা জানাই। স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে তাঁরা সব সময় সহযোগিতা করেছেন।’

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা এই প্রকল্পের পদক্ষেপ নিয়েছিলেন। ওয়াজেদ মিয়াকে পরিচালকের দায়িত্বও দিয়েছিলেন। ১৯৯৬ সালে যখন আমরা সরকার গঠন করি, সবার জন্য বিদ্যুৎ এ চিন্তা করে কাজ শুরু করি। দেশের জ্বালানিনীতিতে পারমাণবিক নীতি গ্রহণ করি। নিউক্লিয়ার পাওয়ার অ্যাকশন প্ল্যান গঠন করা হয়। পারমাণবিক শক্তি ব্যবহারের জন্য সে সময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চাই। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা করা হয়। সে সময় কাজ শেষ করতে পারিনি। ২০০৯ এ সরকার গঠন করে আবার প্রকল্প হাতে নেই।’

রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সরকার প্রধান বলেন, ‘রাশিয়া এটি বাস্তবায়নে এগিয়ে এসেছে। আইএইএ শুরু থেকেই পরামর্শ ও সহযোগিতা দিয়েছে। রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট পুতিনকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানাই। ভারতও আমাদের সহযোগিতা করে যাচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘এটির (বিদ্যুৎকেন্দ্র) আমরা শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করব। পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেছি। স্বাধীন একটি কর্তৃপক্ষ গঠন করা হয়েছে যারা এই বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করছে। ২০২৪ সালে প্রথম ও ২০২৬ সালে দ্বিতীয় ইউনিট চালু হবে। এটি হবে পরিবেশ বান্ধব, এটাই সবচেয়ে বড় কথা। পৃথক আইনের মাধ্যমে একটি কোম্পানি গঠন করেছি।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রাজুয়েশন অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘রাশিয়া আমাদের পরীক্ষিত বন্ধু। প্রেসিডেন্ট পুতিন উপস্থিত থেকে আমাদের সম্মানিত করেছেন।’

এরআগে, গত ২৮ সেপ্টেম্বর রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানির প্রথম চালানটি দেশে আসে। এরপর তা কঠোর নিরাপত্তাবলয়ের মধ্য দিয়ে নেওয়া হয় রূপপুরে।

দেশের সবচেয়ে বড় একক প্রকল্প রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ১ লাখ ৪৮ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। রাশিয়ান ঠিকাদার হিসাবে রোসাটম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে।

ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট অনুসারে পরমাণু শক্তি ব্যবহারকারী দেশগুলোর মধ্যে রয়েছে- আমেরিকা, চীন, ফ্রান্স, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, কানাডা, ইউক্রেন, জার্মানি, জাপান, স্পেন, সুইডেন, বেলজিয়াম, যুক্তরাজ্য, ভারত, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, বুলগেরিয়া, পাকিস্তান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, রোমানিয়া, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, বেলারুশ, স্লোভেনিয়া, নেদারল্যান্ডস, ইরান ও আর্মেনিয়া।

একবার পারমাণবিক জ্বালানি পাওয়ার প্ল্যান্টের চুল্লিতে দেওয়া হলে এক বছরের জন্য বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। এর পরে ফের জ্বালানি দিতে হয়।

২০২১ সালের অক্টোবরে ইউনিটের কাঠামোর মধ্যে চুল্লি স্থাপনের মাধ্যমে রূপপুর ইউনিট-১ প্রায় সম্পন্ন হয়। এটি এআইইএ’র মান অনুযায়ী স্থাপন করা হয়। গত বছরের অক্টোবরে দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জামায়াতে ইসলামী প্রতিনিয়ত নানা অজুহাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ফন্দিফিকির করছে। কখনো পিআর, কখনো গণভোট, আবার কখনো জুলাই

বিস্তারিত »

ইধিকার বিয়ের নিয়ে যা বললেন

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের পর ভারতীয় বাংলা সিনেমায় নাম লেখান। সেখানে একের

বিস্তারিত »

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান হাসপাতালে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান পিত্তথলির জটিলতায় অসুস্থ হয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এ তথ্য দিয়েছেন

বিস্তারিত »

‘দেশে ১৮ বছর বয়স হওয়ার আগেই বিয়ে হওয়া কন্যাশিশুর সংখ্যা অনেক বেশি’

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেছেন, বাংলাদেশে ১৮ বছর বয়স হওয়ার আগেই বিয়ে হয়, এমন কন্যাশিশুর সংখ্যা অনেক বেশি। বাংলাদেশে মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করতে না

বিস্তারিত »

চাকসুর ভোটগ্রহণ শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিস্তারিত »

‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে শহীদ মিনারে শিক্ষকরা

বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর

বিস্তারিত »

বাংলাদেশ সফরে আসবেন ব্রাজিলের প্রেসিডেন্ট

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। গত সোমবার (১৩ অক্টোবর)

বিস্তারিত »

দেশের মানুষ বিশ্বাস করে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: আনিসুল ইসলাম

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টাসহ সরকারের উপদেষ্টারা বারবার বলছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। অপরদিকে সরকারের তথ্য উপদেষ্টা বলেছেন, প্রশাসনের

বিস্তারিত »

শাহ আমানতে ফিরছে ফ্লাই দুবাই, ফ্লাইট বাড়িয়েছে সালাম এয়ার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করার পর বছর ঘুরতেই ফের ফ্লাইট চালু করছে ফ্লাই দুবাই। তাতে বন্দরনগরীর এই বিমানবন্দরে বাড়ছে

বিস্তারিত »