পরিবেশ মানবাধিকার আন্দোলন-পমা’র কার্যনির্বাহী সভাপতি বিশিষ্ট চা গবেষক কলামিস্ট আমিনুর রশীদ কাদেরী জন্মদিন সাড়ম্বরে পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের জামালখান এলাকার ইডেন রেস্টুরেন্টে তার এ জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পমার সাধারণ সম্পাদক, দৈনিক পূর্বকোণের সহকারী সম্পাদক আবসার মাহফুজ, চট্টগ্রাম একাডেমির পরিচালক, যুগ্ম সাধারণ সম্পাদক শারূদ নিজাম, সহ-সভাপতি লায়ন জাহাঙ্গীর মিঞা, সদস্য রেহেনা চৌধুরী, মোহাম্মদ দিদারুল আলম, সুপ্রতীম বড়ুয়া, উৎপল বড়ুয়া, নাসরিন সুলতানা খানম, ফোরকান ও ফাতে আল হাসান কাব্য প্রমুখ।
শেষে পরিবেশ ও মানবাধিকার আন্দোলনকে আরোও গতিশীল করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।