চট্টগ্রামের পটিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ পটিয়া সার্কেলের উদ্যোগে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
পটিয়া সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।
পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শ ম ইসকান্দর, বিদ্যালয়ের বর্তমান সভাপতি সাবেক চেয়ারম্যান শেখ নুরুল ঈমান চৌধুরী, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মোজাম্মেল হক লিটন, অবিভাবক সদস্য শফিউল আজম।
আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মকুল জ্যোতি চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউল আলম।
আলোচনা সভায় শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষাক্রমিক কার্যক্রমের উপর জোর দেন বক্তারা। এতে শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটবে, একাকীত্ব দূর হবে এবং শিক্ষার্থীরা বাজে চিন্তা থেকে বিরত থাকবে।
এসময় বক্তারা নিয়মিত সন্তানদের খোঁজ-খবর নেয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান। সন্তানরা যেন মাদক থেকে দূরে থাকে সেজন্য অভিভাবকদের সতর্ক হওয়ারও আহবান জানান। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের যদি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে অবগত করা যায় এবং পাশাপাশি নীতি নৈতিকতার বিষয়ে শিক্ষার্থীদের উপলব্ধি করানো যায়, তাহলে অনেক অপরাধ থেকেই শিক্ষার্থীরা বিরত থাকবে বলে গুরুত্বারোপ করেন বক্তারা।