উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে ৬.৮ মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ মারা যাওয়ায় শোক জানিয়েছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
অন্যদিকে, পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর হোটেল আশ্রয়হীনদের জন্য খুলে দেয়া হয়েছে। মারাক্কোতে অবস্থিত চার তারকা মানের ‘পেস্তানা সিআর সেভেন’ ওই হোটেলের আশপাশেও অনেকে আশ্রয় নিয়েছেন বলে আশ্রয় নেয়া এক স্প্যানিশ দাবি করেছেন। খবর ইউরোপীয় সংবাদ মাধ্যমের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মেসি লিখেছেন, ‘মরক্কোর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে আহতদের জন্য ও ভয়ঙ্কর বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্যও।’
বিবিসি রিপোর্টের হিসাব মতে মারাত্মক ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ মারা গেছে। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতে এ সংখ্যা ১৪০০ শ বেশি।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন মরক্কোর দুই ফুটবলার সোফিয়ান আমরাবাত এবং হাকিম জিয়েচ। শনিবার দেশটির রাজা মোহাম্মদ এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং জনগণকে খাদ্য ও আশ্রয় প্রদানে নির্দেশ দিয়েছেন।