জয় দিয়ে আ.জ.ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট যাত্রা করেছে চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমি দল। শনিবার (৯ সেপ্টেম্বর) মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত কে এম এজেন্সি ও মেসাস বাকলিয়া কন্সট্রাকশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে এ টুর্নামেন্টের ২য় দিনের খেলায় তারা ১-০ গোলে আমিলাইষ ফুটবল একাডেমিকে পরাজিত করে কোয়াটার ফাইনাল নিশ্চিত করে।
খেলার ৩৪ মিনিটে একমাত্র গোলটি করেন পতেঙ্গার ছেলে মোহাম্মদ পাভেল। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন মাদারবাড়ী শোভনীয় ক্লাবের সহ-সভাপতি চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্সটিউট এর পরিচালক মো. আব্দুল ইসলাম চৌধুরী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুনামেন্ট পরিচালনা কমিটি কো- চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, মহসিন সাজু, সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, সদস্য মানিক, আলোউদ্দীন ভূইয়া, সোহেল, রাজু, নয়ন, ইসমাইল, সানি, আসিফ, সাহেদ, অভি, মারুফ, রঞ্জয়, শহিদ ও মান্না প্রমুখ।
রোববার (১০ সেপ্টেম্বর) ৩য় দিনের খেলায় মুহাম্মদ নগর ফুটবল একাডেমি বনাম নোয়াপাড়া লাইন্স ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। খেলাটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায়।