চট্টগ্রামের আনোয়ারার মধ্যম গহিরা এলাকার এক বাড়ি থেকে ৫০ হাজার ইয়াবাসহ এক ইয়াবা সম্রাটকে গ্রেফতার করেছে র্যাব-৭।তার নাম মো. আক্কাছ (৪৫)।তিনি একই এলাকার বাঁচা মিয়া মাঝির বাড়ির জাফর আহমেদের ছেলে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে অভিযান চালিযে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, মধ্যম গহিরা এলাকার বাঁচা মিয়া মাঝির বাড়ির একটি বসতঘরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি অবস্থান করছে এমন সংবাদে বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে অভিযান চালানো হয়। অভিযানে মো. আক্কাছকে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্য মতে, বসত ঘরের ভিতরে প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে লুকানো ইট সাদৃস্য স্কচটেপ মোড়ানো অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, আক্কাছ দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।