ঢাকা থেকে রওনা দিয়ে পদ্মা সেতু হয়ে ২ ঘণ্টা ১০ মিনিট পর ভাঙ্গায় পৌঁছেছে পরীক্ষামূলক ট্রেন। বেলা ১২টার কিছু সময় পর যাত্রীবাহী এই ট্রেনটি ভাঙ্গায় পৌঁছায়। এর মধ্যে দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকা যুক্ত হলো রেলপথে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রওনা হয়। সাড়ে ১১টার দিকে ট্রেনটি পদ্মা সেতু পার হয়।
লোকোমাস্টার হিসেবে এনামুল হক এবং সহকারী লোকোমাস্টার হিসেবে এম এ হোসেন ট্রেনটি চালাচ্ছেন। আর গার্ড হিসেবে ট্রেন পরিচালনা করছেন আনোয়ার হোসেন।
পদ্মা সেতু দিয়ে ভাঙ্গার পথে পরীক্ষামূলক ট্রেনপদ্মা সেতু দিয়ে ভাঙ্গার পথে পরীক্ষামূলক ট্রেন
পরীক্ষামূলক ট্রেনের যাত্রী হিসেবে পর্যবেক্ষণ করছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, রেলপথ সচিব ড. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়েল মহাপরিচালক মো. কামরুল আহসান, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন, রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং রেলওয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পদ্মা সেতুতে আগামী ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত পদ্মা সেতু হয়ে এই রেল লাইন যাবে যশোর পর্যন্ত। এরই মধ্যে প্রকল্পের অন্তত ৮২ ভাগ কাজ শেষ। কেরাণীগঞ্জে হচ্ছে প্রথম এলিভেটেড রেল স্টেশন। যার দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার। লিফট ও চলন্ত সিঁড়ি দিয়ে এই স্টেশনে যাত্রী ওঠানামা করবে।এরই মধ্যে ১০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচও সংগ্রহ করা হয়েছে। ১০ অক্টোবর উদ্বোধনীর দিন মাওয়া, জাজিরা ও শিবচরে সিগনালসহ চালু হবে তিনটি স্টেশন। এর এক সপ্তাহ পর শুরু হবে বাণিজ্যিকভাবে চলাচল।