মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র দ্বিতীয় ফ্রন্ট হিসাবে কাজ করেছিল বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ। শুক্রবার (৫ মে) বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত যুগোপযোগী মাল্টিপারপাস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সম্প্রচার কার্যক্রমের আধুনিকায়নে এবং এতদ অঞ্চলের সাংস্কৃতিক কর্মকান্ডের বিকাশে এই বেতার ভবনের আধুনিকায়ন প্রয়োজন। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র প্রতিষ্ঠার দীর্ঘ ৫৯ বছর পর বর্তমান সরকারের আমলেই এই কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা হয়। তার ফলশ্রুতিতে আজকের এই ভিত্তি প্রস্তর স্থাপন।
তিনি অত্র কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন, অনুষ্ঠানের মানোন্নয়ন এবং সার্বিক অন্যান্য বিষয় নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন ইতিহাস বিকৃতি রোধে বিশ্বের বিভিন্ন দেশের আর্কাইভ হতে স্বাধীনতার ঘোষনার দলিলপত্র সংগ্রহের কাজ চলমান রয়েছে, এই কাজটি সম্পন্ন হলে স্বাধীনতার ইতিহাস বিকৃতি রোধ হবে।
তিনি বেতারের কর্মকর্তাদের জনমুখী, গণমুখী ও জীবনধর্মী অনুষ্ঠান নির্মান ও প্রচারের দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব নাসরুল্লাহ মোঃ ইরফান বলেন বর্তমান সরকারের বিভিন্ন বৃহৎ পরিকল্পনার সুযোগ, সুবিধা নিয়ে বাংলাদেশ বেতার নিয়িমিত অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে যাচ্ছে।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রামের পরিচালক মো. মাহফুজুল হক, আবাসিক প্রকৌশলী ভাস্কর দেওয়ান, আঞ্চলিক পরিচালক এস এম মোস্তফা সরোয়ার, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মো. আবদুল হালিম ও বেতারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের আগে সকাল ১১টায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মোঃ ইরফান বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা করেন।