শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক, ১৪৩২, ১ জমাদিউল আউয়াল, ১৪৪৭

শেষ বলে তামিমকে ফিরিয়ে প্রথম দিনে ‘সমতা’ দেখছে আয়ারল্যান্ড

নিজেরা অল্পে গুটিয়ে গেলেও দিনের শেষ ভাগে বাংলাদেশের দুই উইকেট তুলে নেওয়ায় স্বস্তি আয়ারল্যান্ড দলে।

মুক্তি ডেস্ক :

কথায় আছে, ‘শেষ ভালো যার, সব ভালো তার’। আয়ারল্যান্ডের ক্ষেত্রে অবশ্য সবটুকুই ভালো হয়ে যায়নি। তবে ব্যাটিংয়ের হতাশা যেটুকু ছিল, তার অনেকটা তারা ঘুচিয়ে দিতে পেরেছে বোলিংয়ের শুরুতে। প্রথম দিনের শেষ বিকেলে তারা যেভাবে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের দুই ওপেনারকে, সেটিই তাদেরকে লড়াইয়ের প্রেরণা জোগাচ্ছে পরের দিনের জন্য।

মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড অলআউট হয় স্রেফ ২১৪ রানে। উইকেট যথেষ্ট ব্যাটিং সহায়ক। এই ২২ গজে এত অল্প রানে গুটিয়ে গেলে ম্যাচে ফেরা কঠিন। বোলারদের কাছ থেকে তখন প্রয়োজন হয় বিশেষ কিছুর। তবে আইরিশ বোলাররা ইঙ্গিত দিয়েছেন তেমন কিছুরই।

ব্যাটিং হতাশার রেশ পেছনে ফেলে বোলিংয়ের প্রথম ওভারেই তারা দেখা পায় উইকেটের। রানের খাতা খোলার আগেই ওপেনার নাজমুল হোসেন শান্তকে বোল্ড করে দেন মার্ক অ্যাডায়ার। শুরুর ধাক্কা সামাল দিয়ে জুটি গড়ার পথে অনেকটাই এগিয়ে যান তামিম ও মুমিনুল হক। তবে দিনের শেষ বলে অভিজ্ঞ ওপেনারকে চমকে দিয়ে বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা দেন অ্যান্ড্রু ম্যাকব্রাইন।

বাংলাদেশ দিন শেষ করে ২ উইকেটে ৩৪ রান নিয়ে।

এটিকে আইরিশদের জন্য বড় প্রাপ্তি হিসেবেই মানছেন ফিফটি করা হ্যারি টেক্টর। এই সাফল্যকেই দ্বিতীয় দিনে লড়াইয়ের পাথেয় করে নিতে চান তারা।

“এটি (দিনের শেষ বলে উইকেট) অসাধারণ। এটি ছিল অবিশ্বাস্য। আমার মনে হয়, এর ফলে দিনটি অনেকটা সমতায় চলে এসেছে। আমরা অবশ্যই ব্যাট হাতে ভালো করতে পারিনি। তবে আজকে ২ উইকেট নেওয়া দারুণ ছিল। এটি কালকের জন্য আমাদের অনেক মোমেন্টাম দেবে।”

শেষ বলে তামিমকে ফিরিয়ে প্রথম দিনে 'সমতা' দেখছে আয়ারল্যান্ড

তামিমের আউটের ধরন নিয়ে বলতে গিয়ে বাড়তি রোমাঞ্চ খেলে গেল টেক্টরের চোখে-মুখে।

“বিশেষ করে (তামিমের) ওই আউট… যেভাবে বলটি স্পিন করেছে, আমাদের জন্য এটি ভালো দিক। কারণ আশা করি, এই উইকেটে বাংলাদেশকে শেষে ব্যাটিং করতে হবে। তো এটি দুর্দান্ত ছিল।”

টেক্টরের পর সংবাদ সম্মেলনে এসে তাইজুল ইসলামও বলেন, শেষ বলে তামিমের উইকেট স্বাগতিকদের কিছুটা পিছিয়ে দিয়েছে।

“এটা আসলে এমন সময় উইকেটটা পড়ছে যে, আমরা একটু ব্যাক ফুটে। ব্যাক ফুটে বলব না ঠিক, এমন সময়ে হতে পারে (আউট)। কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়ানোটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি ওদেরকে একটা বড় স্কোর দিতে চান, এখন একটা বড় জুটি লাগবে।”-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

মিরপুরের স্পিন-ফাঁদে নাকাল, নাসুমের জবাবে আকিলকে উড়িয়ে আনছে উইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭৪ রানের বড় ব্যবধানে হারের পর স্কোয়াড শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলের স্পিন আক্রমণকে আরও ধারালো

বিস্তারিত »

পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বদলে জিম্বাবুয়ে

পাকিস্তানে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে না আফগানিস্তান। তাদের স্থলাভিষিক্ত হয়েছে জিম্বাবুয়ে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শ্রীলঙ্কাকে

বিস্তারিত »

জয়ে বিশ্বকাপের টিকিট পেল নেপাল ও ওমান

আবুধাবির গরম দুপুরে হাসলো নেপাল ও ওমানের ভাগ্য। সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের জয়ের পর নিশ্চিত হয়ে গেল এই দুই এশীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা।

বিস্তারিত »

পাকিস্তানের বিখ্যাত মোহাম্মদ ভাইদের বড়জন আর নেই

পাকিস্তান ক্রিকেটে বিখ্যাত মোহাম্মদ ভাইদের মধ্যে সবার বড় ছিলেন যিনি, সেই ওয়াজির মোহাম্মদ আর নেই। বার্মিংহ্যামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫

বিস্তারিত »

বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই

শারজায় আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। আফগানদের হোয়াইটওয়াশ করেছিল টি-টোয়েন্টি সিরিজে। কিন্তু ওয়ানডেতে দৃশ্যপট উল্টো! আবুধাবিতে তিন ম্যাচের সিরিজের প্রথম দুইটিতেই হার

বিস্তারিত »

পাঁচ দলের বিপিএল আয়োজনের পরিকল্পনা বিসিবির

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর অনুষ্ঠিত হবে মাত্র পাঁচ দল নিয়ে এবং ছোট পরিসরে। চলবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। গত শনিবার সংবাদমাধ্যমকে

বিস্তারিত »

জাতীয় লিগে ঢাকা মেট্রো নাকি ময়মনসিংহ, ঝুলে আছে সিদ্ধান্ত

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুম মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ ২৫ অক্টোবর। কিন্তু এখনও নিশ্চিত নয় আট দলের লিগে অভিষেক হবে নতুন দল ময়মনসিংহের, নাকি

বিস্তারিত »

নিউজিল্যান্ডকে ২২৭ রানে থামালো বাংলাদেশ

গুয়াহাটিতে নারী বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রানের লড়াকু সংগ্রহ গড়েছে

বিস্তারিত »

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ আকিম

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চলতি মাসেই সাদা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের দুটি সিরিজ খেলবে টাইগাররা। মিরপুরে ১৮

বিস্তারিত »